করাচি: ২০১০ সালে বিয়ে করেছিলেন দু’জন। সেই ইন্দো-পাক বিয়ে ঘিরে কম আলোচনা ছিল না। ভারতের টেনিস সুন্দরীর সঙ্গে পাকিস্তানের গ্ল্যামারাস ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে ছিল ওয়াঘার এপার-ওপারের চর্চার বিষয়। ক্রীড়া মহল এই বিয়ে ঘিরে ছিল উচ্ছ্বসিত। ২০১৮ সালে সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) ছেলে ইজহানের জন্ম হয়। তার পরই দুই তারকার সম্পর্ক ধীরে ধীরে পাল্টাতে থাকে। সানিয়া একা থাকতে শুরু করেন। দুবাইয়ে থাকা শোয়েবের সঙ্গেও যোগাযোগ কমে যায়। দু’জনকে আর একসঙ্গে ছবি দিতেও দেখা যায়নি। বিবাহ বিচ্ছেদ হচ্ছে কিনা, তা নিয়ে আলোচনাও শুরু হয়ে যায়। কিন্তু কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সপ্তাহ কয়েক আগেই সানিয়া তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শোয়েবের সঙ্গে সব ছবি ডিলিট করে দিয়েছেন। এ বার প্রাক্তন পাক ক্রিকেটার প্রকাশ্য আনলেন তাঁর নতুন খবর। যা বেশ চমকে দিয়েছে ভারত-পাক দুই দেশের ক্রিকেট ও টেনিস ভক্তদের।
শনিবারই শোয়েব পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেন ইন্সটাতে। তাতে লিখেছেন, ‘তোমার সঙ্গে জুটি বাঁধলাম।’ গত বছর মার্চ মাস থেকেই সানার সঙ্গে শোয়েবের প্রেমের গল্প প্রকাশ্যে এসেছিল। জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বলা হচ্ছে, ৪১ বছরের পাক ক্রিকেটারের সঙ্গে সেই সময় থেকেই আর সম্পর্কে নেই সানিয়া। তবে খুব বেশি যে সানা-শোয়েবকে প্রকাশ্যে দেখা গিয়েছে, তাও নয়। তবে বিয়ের এই ছবি নিশ্চিত ভাবেই হইচই ফেলে দিয়েছে। শোয়েব বিয়ের ছবি পোস্ট করতেই বিরূপ মন্তব্যও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, আবার নতুন নাটক শুরু হল! কেউ লিখেছেন, নতুন কোনও শুটিং চলছে নাকি! একটা ব্যাপার নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলে দিচ্ছেন, প্রকাশ্যে কিছু না বলা দুই তারকার মধ্যে কি ডিভোর্স আদৌ হয়েছে?
কে এই সানা? পাকিস্তানের অভিনেত্রী সানা কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১২ সালে টিভি সিরিয়াল শের-এ-জ়াত-এ মারিয়াম চরিত্রে অভিনয় দিয়ে শুরু করেন। মেরে প্যাহলা প্যার-এ জ়ারার চরিত্রে অভিনয়ের সময় বুঝিয়েছিলেন, তাঁর মধ্যে যথেষ্ট মশলা আছে। প্যায়ারা অফজল-এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। লুবনা চরিত্রে মন জয় করে নেন টিভি দর্শকদের। তারপর সিনেমা ও টিভি জগতে নিয়মিত মুখ সানা। ৩০ বছরের অভিনেত্রীর এর আগে বিয়ে হয়েছিল। তা টেকেনি। সেই সানা এ বার শোয়েবের স্ত্রী। ১৯ জানুয়ারি তাঁদের নিকাহ হয়েছে। সেই অনুষ্ঠানে খুব কাছের মানুষজনকে নিমন্ত্রণ করেছিলেন শোয়েব ও সানা। শোয়েবের তৃতীয় বিয়ে এটি। ২০১০ সালে আয়েষা সিদ্দিকিকে ডিভোর্স দিয়ে সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন তিনি।