Shreyas Iyer IPL: ২৫ লাখে পন্থের কাছে হার, পঞ্জাবে কিং হবেন শ্রেয়স?

Nov 24, 2024 | 6:51 PM

Shreyas Iyer IPL: জানা গিয়েছে, আইপিএল রিটেনশন তালিকায় শ্রেয়সকে রাখতে চেয়েছিল কেকেআর। কিন্তু শ্রেয়স চেয়েছিলেন নিলামে উঠে, নিজের দর বুঝতে। তাই কেকেআর ছাড়েন তিনি।

1 / 8
তাঁর নেতৃত্বে আইপিএল (IPL) জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারও দু'বছর আগে তাঁর নেতৃত্বে ফাইনালে পৌঁছেছিল দিল্লি। আইপিএলের অকশনে সেই তাঁরই দর উঠল ২৬.৭৫ কোটি টাকা। ঋষভ পন্থের থেকে মাত্র ২৫ লাখ টাকা কম। এবার শ্রেয়সকে কিনল পঞ্জাব কিংস।

তাঁর নেতৃত্বে আইপিএল (IPL) জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারও দু'বছর আগে তাঁর নেতৃত্বে ফাইনালে পৌঁছেছিল দিল্লি। আইপিএলের অকশনে সেই তাঁরই দর উঠল ২৬.৭৫ কোটি টাকা। ঋষভ পন্থের থেকে মাত্র ২৫ লাখ টাকা কম। এবার শ্রেয়সকে কিনল পঞ্জাব কিংস।

2 / 8
ডানহাতি ব্যাটসম্যান শ্রেয়স ময়দানে নেমেই বাজিমাত করেছিলেন। সব ধরনের ক্রিকেটেই রয়েছে তাঁর দক্ষতা। প্রথমবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স আর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।

ডানহাতি ব্যাটসম্যান শ্রেয়স ময়দানে নেমেই বাজিমাত করেছিলেন। সব ধরনের ক্রিকেটেই রয়েছে তাঁর দক্ষতা। প্রথমবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স আর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।

3 / 8
২০১৫ সালে প্রথমবার দিল্লি ডেয়ারডেভিলস-এর হয়ে আইপিএল খেলেন তিনি। পুরো মরসুমে ৪৩৯ রান করে 'আইপিএল এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার' পুরস্কার পান তিনি।  সেই সময় ২.৬ কোটি টাকায় কেনা হয়েছিল তাঁকে।

২০১৫ সালে প্রথমবার দিল্লি ডেয়ারডেভিলস-এর হয়ে আইপিএল খেলেন তিনি। পুরো মরসুমে ৪৩৯ রান করে 'আইপিএল এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার' পুরস্কার পান তিনি। সেই সময় ২.৬ কোটি টাকায় কেনা হয়েছিল তাঁকে।

4 / 8
শ্রেয়সের নেতৃত্বে গত আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ী হয় কেকেআর। তারপরও এই বছর শ্রেয়সকে ধরে রাখেনি কেকেআর। ফলে নিলাম টেবলে যে দর উঠবে, তা বোঝাই যাচ্ছিল।

শ্রেয়সের নেতৃত্বে গত আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ী হয় কেকেআর। তারপরও এই বছর শ্রেয়সকে ধরে রাখেনি কেকেআর। ফলে নিলাম টেবলে যে দর উঠবে, তা বোঝাই যাচ্ছিল।

5 / 8
আইপিএল-এর ইতিহাসে দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে শ্রেয়স আইয়ারের। তবে ২০২১ সালে আইপিএল খেলা হয়নি। কাঁধে চোট থাকার কারণে মাঠ থেকে দূরে ছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। ২০২৩ সালেও তাঁর পিঠে চোটের জন্য খেলা হয়নি তাঁর।

আইপিএল-এর ইতিহাসে দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে শ্রেয়স আইয়ারের। তবে ২০২১ সালে আইপিএল খেলা হয়নি। কাঁধে চোট থাকার কারণে মাঠ থেকে দূরে ছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। ২০২৩ সালেও তাঁর পিঠে চোটের জন্য খেলা হয়নি তাঁর।

6 / 8
২০২২ সালে বিরাট কোহলির একটি রেকর্ড ছাপিয়ে যান শ্রেয়স। টি২০ সিরিজে একটানা তিনটি ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড করেন তিনি। তিনটি হাফ সেঞ্চুরি করে তিনটি ম্যাচ মিলিয়ে ২০৪ রান করেছিলেন তিনি।

২০২২ সালে বিরাট কোহলির একটি রেকর্ড ছাপিয়ে যান শ্রেয়স। টি২০ সিরিজে একটানা তিনটি ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড করেন তিনি। তিনটি হাফ সেঞ্চুরি করে তিনটি ম্যাচ মিলিয়ে ২০৪ রান করেছিলেন তিনি।

7 / 8
জানা গিয়েছে, আইপিএল রিটেনশন তালিকায় শ্রেয়সকে রাখতে চেয়েছিল কেকেআর। কিন্তু শ্রেয়স চেয়েছিলেন নিলামে উঠে, নিজের দর বুঝতে। তাই কেকেআর ছাড়েন তিনি।

জানা গিয়েছে, আইপিএল রিটেনশন তালিকায় শ্রেয়সকে রাখতে চেয়েছিল কেকেআর। কিন্তু শ্রেয়স চেয়েছিলেন নিলামে উঠে, নিজের দর বুঝতে। তাই কেকেআর ছাড়েন তিনি।

8 / 8
এদিন নিলাম শুরু হতেই প্রথমে দর হেঁকেছিল কেকেআর। পরে সরে দাঁড়ায় তারা। এরপর পঞ্জাব, দিল্লির মধ্যে শ্রেয়সকে নিয়ে লড়াই চলে। গতবার মিচেল স্টার্ককেও ছাপিয়ে যায় শ্রেয়সের দাম।

এদিন নিলাম শুরু হতেই প্রথমে দর হেঁকেছিল কেকেআর। পরে সরে দাঁড়ায় তারা। এরপর পঞ্জাব, দিল্লির মধ্যে শ্রেয়সকে নিয়ে লড়াই চলে। গতবার মিচেল স্টার্ককেও ছাপিয়ে যায় শ্রেয়সের দাম।

Next Photo Gallery