KKR vs RCB, IPL 2024: শ্রেয়সের হাফসেঞ্চুরি, শেষবেলায় রাসেল ম্যাজিক; আরসিবির টার্গেট ২২৩

Apr 21, 2024 | 5:37 PM

IPL 2024: তীব্র গরমে যেখানে সকলের অবস্থা খারাপ, সেখানে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২২২ রান তুলেছে কেকেআর। ক্যাপ্টেন শ্রেয়সের হাফসেঞ্চুরি, ওপেনার সল্টের ৪৮ রান ছাড়া বিশেষ করে বলতে হয় রমনদীপ সিং ও আন্দ্রে রাসেলের ক্যামিও ইনিংসের কথা। এ বার দেখার শেষ অবধি ২২৩ রানের টার্গেট বিরাট-কার্তিকরা পূরণ করতে পারেন কিনা।

KKR vs RCB, IPL 2024: শ্রেয়সের হাফসেঞ্চুরি, শেষবেলায় রাসেল ম্যাজিক; আরসিবির টার্গেট ২২৩
KKR vs RCB, IPL 2024: শেষবেলায় রাসেল ম্যাজিক, শ্রেয়সের হাফসেঞ্চুরি; আরসিবির টার্গেট ২২৩
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: রবি-বিকেলে ইডেনে আরসিবির (RCB) বিরুদ্ধে টসের সময় নাইট নেতা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জানিয়েছিলেন, তাঁরা প্রতিপক্ষকে ক্লান্ত করতে চান। কেকেআর (KKR) কি ক্যাপ্টেনের সেই কথা রাখতে পারল? বলা যায় হ্যাঁ। তীব্র গরমে যেখানে সকলের অবস্থা খারাপ, সেখানে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২২২ রান তুলেছে কেকেআর। ক্যাপ্টেন শ্রেয়সের হাফসেঞ্চুরি, ওপেনার সল্টের ৪৮ রান ছাড়া বিশেষ করে বলতে হয় রমনদীপ সিং ও আন্দ্রে রাসেলের ক্যামিও ইনিংসের কথা। আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি চেয়েছিলেন রান তাড়া করতে। এ বার দেখার শেষ অবধি ২২৩ রানের টার্গেট বিরাট-কার্তিকরা পূরণ করতে পারেন কিনা।

ওপেনিংয়ে আজ দাগ কাটতে ব্যর্থ সুনীল নারিন। ১০ রান করে মাঠ ছাড়েন তিনি। কিন্তু প্রায় ৩৫০-র কাছাকাছি স্ট্রাইকরেটে অনবদ্য খেললেন আর এক নাইট ওপেনার ফিল সল্ট। তিনি (৩৪২.৮৫ স্ট্রাইকরেটে) ১৪ বলে ৪৮ রানের ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়। কেকেআরের হয়ে অবশ্য ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ছাড়া আর কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি।

৩৫ বলে অর্ধশতরান পূরণ করেন শ্রেয়স আইয়ার। তার পরের বলেই অবশ্য ক্যামেরন গ্রিন ফেরান নাইট অধিনায়ককে। বাউন্ডারির উদ্দেশ্যে শ্রেয়সের পাঠানো শট তালুবন্দি করেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। যার ফলে শ্রেয়স ৫০ রান করে মাঠ ছাড়েন। আউট হতেই মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় শ্রেয়স আইয়ারকে।

সল্ট, নারিন আউট হওয়ার পর পাওয়ার প্লে-র মধ্যে অঙ্গকৃশ রঘুবংশীর (৩) উইকেট হারায় কেকেআর। তারপর ৮ বলে ১৬ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। পরপর উইকেট হারানোর ফলে আজ রিঙ্কু সিং তাড়াতাড়ি নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নাইট তারকা বড় ইনিংস খেলতে পারেননি। ১৬ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন রিঙ্কু।

শেষ বেলায় আন্দ্রে রাসেলের সঙ্গে জুটি বাঁধেন রমনদীপ সিং। ২০ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস দেখা গিয়েছে আন্দ্রে রাসেলের ব্যাটে। আর রমনদীপ ৯ বলে ২৪ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন। আরসিবির হয়ে ২টি করে উইকেট পেয়েছেন যশ দয়াল ও ক্যামেরন গ্রিন। ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও লকি ফার্গুসন।

Next Article