AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: ‘সচিন-বিরাটদের’ জিনিয়াস ব্যাটে শুরুটা ভালো হল না প্রিন্স শুভমন গিলের

ICC Champions Trophy 2025: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি হয়েছেন গিল। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছিল তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। তারপর পাক ম্যাচে করেছিলেন ৪৬ রান। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং আজ, সেমিফাইনালে চলল না তাঁর ব্যাট।

Shubman Gill: 'সচিন-বিরাটদের' জিনিয়াস ব্যাটে শুরুটা ভালো হল না প্রিন্স শুভমন গিলের
'সচিন-বিরাটদের' জিনিয়াস ব্যাটে শুরুটা ভালো হল না প্রিন্স শুভমন গিলেরImage Credit: PTI
| Updated on: Mar 04, 2025 | 8:24 PM
Share

দুবাই: ‘ভারতীয় ক্রিকেটের প্রিন্স’ তকমাটা পেয়েছেন শুভমন গিল। তা অবশ্য আজ নয়, বহু আগেই এই নামে তাঁকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ডাকা শুরু করেছেন। টিম ইন্ডিয়ার জার্সিতে নজরকাড়া নানা ইনিংস উপহার দিয়েছেন শুভমন। তাঁকে ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেনও বলেন অনেকে। এই পরিস্থিতিতে ভারতীয় টিমে দিন দিন তাঁর গুরুত্ব বাড়ছে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি হয়েছেন গিল। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছিল তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। তারপর পাক ম্যাচে করেছিলেন ৪৬ রান। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং আজ, সেমিফাইনালে চলল না তাঁর ব্যাট। আজ অবশ্য ‘সচিন-বিরাটদের’ জিনিয়াস ব্যাটে খেলতে শুরু করেছিলেন গিল। কিন্তু ইনিংস লম্বা হল না।

অনেকেই ভাবতে পারেন ‘সচিন-বিরাটদের’ জিনিয়াস ব্যাট নিয়ে কী করে খেললেন গিল? বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে জনপ্রিয় এমআরএফ ব্র্যান্ডের স্টিকার ব্যাটে লাগিয়ে আজ মাঠে নেমেছিলেন শুভমন। ২২ গজে এই ব্র্যান্ডের একটা আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, প্রচুর কিংবদন্তি তাঁদের ব্যাটে এমআরএফের স্টিকার লাগিয়ে খেলতেন। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ব্রায়ান লারা, স্টিভ ওয়া, এবি ডি ভিলিয়ার্স, শিখর ধাওয়ানদের মতো তারকাদের ব্যাটে জ্বলজ্বল করেছে ওই স্টিকার। বিরাট কোহলি এখনও ওই স্টিকার ব্যবহার করেন নিজের ব্যাটে।

এমআরএফের স্টিকার দেওয়া ব্যাট ব্যবহার করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে ৮ রান করেছেন শুভমন। খেলেছিলেন ১১টা বল। মাত্র ২৫ বছর বয়সে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে শুভমন গিলের। এমআরএফের মতো ব্র্যান্ড এ বার জুড়ল শুভমনের ঝুলিতে। তরুণ ক্রিকেটারকে নিজেদের সঙ্গে যুক্ত করে খুশি এমআরএফ।