Shubman Gill: এত ক্যাচ মিস হলে আর… ম্যাচ হেরে শুভমনের গলায় আক্ষেপের সুর
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ৪৮ বলে ৮৯ অপরাজিত ইনিংস খেলেছিলেন শুভমন গিল। কিন্তু তাঁর লড়াই ফিরে করে দিলেন শশাঙ্ক সিং, আশুতোষ শর্মারা। ক্যাচ ফস্কানোর যে খেসারত দিতে হয়েছে গুজরাটকে, তা ম্যাচের শেষে স্বীকার করেছেন অধিনায়ক শুভমন গিল।
কলকাতা: ধরো ক্যাচ জেতো ম্যাচ… এ কথার মতো এখন মুখে মুখে ঘোরে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাধিক ক্যাচ মিস করেছে গুজরাট টাইটান্স। এমনিতেই ২০০-র বেশি রান তাড়া করে আইপিএলে ৫ বার জয়ের রেকর্ড ছিল পঞ্জাবের। এ বার সেই সংখ্যাটা বাড়ল। ২০০ রানের টার্গেট, মোটেও খারাপ ছিল না। কিন্তু গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা হাসিমুখে নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে বেরোতে পারলেন না। ম্যাচের শেষে কী বললেন শুভমন গিল (Shubman Gill)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ৪৮ বলে ৮৯ অপরাজিত ইনিংস খেলেছিলেন শুভমন গিল। কিন্তু তাঁর লড়াই ফিরে করে দিলেন শশাঙ্ক সিং, আশুতোষ শর্মারা। ক্যাচ ফস্কানোর যে খেসারত দিতে হয়েছে গুজরাটকে, তা ম্যাচের শেষে স্বীকার করেছেন অধিনায়ক শুভমন গিল। তিনি বলেন, ‘আমি মনে করি বেশ কয়েকটা ক্যাচ আমরা মিস করেছি। যখন ক্যাচ মিস হয়, সেই ম্যাচ জেতা অতটাও সহজ হয় না।’
বোলারদের অবশ্য প্রশংসাই করেছেন শুভমন। তাঁর কথায়, ‘একাধিক ক্যাচ মিস করলে রান আটকানোও কঠিন হয়ে যায়। নতুন বলে তফাৎ হচ্ছিল। বোলাররা ভালোই পারফর্ম করেছে। তবে সব সময় উন্নতির প্রয়োজন রয়েছে। আমার মনে হয় ২০০ রানের টার্গেট ঠিকই ছিল। আর আমরা ১৫ ওভার অবধি ঠিক এগোচ্ছিলামও। কিন্তু ক্যাচ মিস হতে থাকলে চাপও বাড়তে থাকে।’
দর্শন নালকান্ডের হাতে শেষ ওভারে বল তুলে দেওয়া নিয়ে শুভমন বলেন, ‘ও (দর্শন নালকান্ডে) যেভাবে শেষ ম্যাচে পারফর্ম করেছিল এবং এখানে ৭ রান আটকাতে হত। তাই আমাদের শেষ ওভারে ওর হাতে বল তুলে দেওয়ার জন্য খুব যে বুদ্ধি খাটাতে হয়েছিল তা নয়।’
নিজের টিমের ক্রিকেটারদের পাশে থাকার পাশাপাশি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন শুভমন গিল। পঞ্জাবের জয়ের নেপথ্যে অবদান থাকা শশাঙ্ক ও আশুতোষের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘এটাই আইপিএলের সৌন্দর্য। যে মানুষটাকে অনেকে চেনে না, তাঁরাও এসে ম্যাচ জিতিয়ে দিতে পারে।’