Jasprit Bumrah: বুমরাকে ছাড়াই একাদশ! শুভমন গিলকে এমন পরামর্শ অজি ক্রিকেটারের
India Tour Of England: হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করা হবে। তাঁকে সব ম্যাচে খেলানো হবে না। যে কারণে নেতৃত্বের জন্যও ভাবনা হয়নি বুমরাকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার পরামর্শ দিয়েছেন, লিডস টেস্টে বুমরাকে ছাড়াই একাদশ গড়ার।

ভারতীয় পেস বোলিংয়ের নেতা। টেস্ট এবং দেশকে নেতৃত্বও দিয়েছেন। পরবর্তী টেস্ট ক্য়াপ্টেন হিসেবেও ধরা হচ্ছিল জসপ্রীত বুমরাকে। যদিও চোটের প্রবণ হওয়ায় দৌড় থেকে পিছিয়ে পড়েন। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার আগেই একটি সাক্ষাৎকারে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করা হবে। তাঁকে সব ম্যাচে খেলানো হবে না। যে কারণে নেতৃত্বের জন্যও ভাবনা হয়নি বুমরাকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার পরামর্শ দিয়েছেন, লিডস টেস্টে বুমরাকে ছাড়াই একাদশ গড়ার। আর কী বলছেন ব্র্যাড হগ?
রোহিত শর্মা অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। তেমনই বিরাট কোহলিও একই সিদ্ধান্ত নিয়েছেন। রোহিতের অবসরে টেস্টে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হত। শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। তাঁর নেতৃত্বে ভারতের টেস্ট ক্রিকেটে নতুন শুরু হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। ২০ জুন লিডসে প্রথম টেস্ট। সেই ম্যাচে কম্বিনেশন কী হবে, তা এখনও নিশ্চিত নয়। রোহিত এবং বিরাটের জায়গা কে নেবেন তা নিয়েও ধোঁয়াশা। ইংল্যান্ডে বুমরা হয়তো তিনটি ম্যাচ খেলবেন। কোন তিন ম্যাচে তাঁকে খেলানো হবে, খোলসা করা হয়নি।
ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন চায়নাম্যান ব্র্যাড হগ বলছেন, ‘বুমরাকে লর্ডস টেস্টের জন্য তরতাজা রাখতে হবে। ওখানে বলের মুভমেন্ট বেশি হবে। একটা স্পেলই ম্যাচের রং বদলে দিতে পারে।’ ভারতীয় দল তৃতীয় টেস্ট খেলবে লর্ডসে। ১০-১৪ জুলাই লর্ডস টেস্ট। তার জন্য ইংল্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার পরামর্শ।
সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। কাগিসো রাবাডা, প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মতো পেসাররা নজর কেড়েছেন। বুমরাকে প্রথম টেস্টে না খেলালে ইংল্যান্ড আত্মতুষ্টিতে ভুগতে পারে। এরপর দ্বিতীয় ম্যাচ থেকে বুমরাকে নিয়ে ভাবতে শুরু করবে। আর লর্ডসে বুমরা পার্থক্য গড়ে দেবেন, সেই ভরসা থেকেই তাঁকে শুরুতে না খেলানোর পরামর্শ অজি ক্রিকেটারের।





