IND vs PAK: রোহিত-দ্রাবিড় কি নিরাপত্তাহীনতায় ভুগছে? সামিকে না খেলানোয় ক্ষুব্ধ প্রাক্তনরা

Mohammed Shami, IND vs PAK: সঞ্জয় মঞ্জরেকর যে ভুল বলেননি, ভারতের ইনিংসে সেটি পরিষ্কার ধরা পড়ল। টপ অর্ডার ব্যর্থ। মিডল অর্ডারে ভরসা দিলেন ঈশান কিষাণ-হার্দিক পান্ডিয়া। ব্যাটিং গভীরতা বাড়াতে শার্দূলকে খেলানো হলেও, সেই সিদ্ধান্ত কোনও কাজে আসেনি।

IND vs PAK: রোহিত-দ্রাবিড় কি নিরাপত্তাহীনতায় ভুগছে? সামিকে না খেলানোয় ক্ষুব্ধ প্রাক্তনরা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 9:04 PM

পাল্লেকেলে: এশিয়া কাপ অভিযান শুরু হল ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বস্তি প্রকাশ করেছিলেন। দীর্ঘ সময় পর ফুল স্কোয়াড পাওয়া যাচ্ছে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের একাদশ অবাক করল। মহম্মদ সামি নেই! ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর টিম পাকিস্তান। আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে বাবর আজম। তাদের বিরুদ্ধে ভারতের বোলিং আক্রমণে জায়গা হল না সামির। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই প্রশ্নই তুললেন দেশের প্রাক্তন ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রোহিত শর্মার একাদশে দু-জন পেস বোলিং অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া এবং শার্দূল ঠাকুর। স্পেশালিস্ট পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। সামিকে না খেলিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে শার্দূলকে একাদশে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটারই। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সামির মতো অভিজ্ঞ, দক্ষ পেসার কেন থাকবেন না! দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর সম্প্রচারাকারী চ্যানেলে বলেন, ‘শুনছি ভারতীয় টিম ব্যাটিং গভীরতা চেয়েছিল! কিন্তু কেউ বোলিং গভীরতা নিয়ে কথা বলছে না।’

শার্দূল ঠাকুরের প্রতি অতি ভরসাকে সমর্থন করছেন না মঞ্জরেকর। বলছেন, ‘শার্দূল ঠাকুরকে একাদশে রাখাটা সমর্থন করতে পারলাম না। পাকিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে মহম্মদ সামি বড় আতঙ্ক হয়ে উঠতে পারেন নাকি শার্দূল? আমি কখনোই ব্যাটিং গভীরতা নিয়ে ভাবতাম না। এরকম পিচে সামিকে খেলানো বেশি জরুরি ছিল। বিশেষ করে এরকম সুইং-সিম বোলিংয়ের আদর্শ পিচ ও পরিবেশে। আমি মনে করি, তিনজন পেসার বুমরা, সামি, সিরাজকে খেলানো উচিত ছিল। ব্যাটিং গভীরতা বাড়ানোর ভাবনা থেকেই পরিষ্কার, টিমের মধ্যে নিরাপত্তাহীনতা রয়েছে।’

সঞ্জয় মঞ্জরেকর যে ভুল বলেননি, ভারতের ইনিংসে সেটি পরিষ্কার ধরা পড়ল। টপ অর্ডার ব্যর্থ। মিডল অর্ডারে ভরসা দিলেন ঈশান কিষাণ-হার্দিক পান্ডিয়া। ব্যাটিং গভীরতা বাড়াতে শার্দূলকে খেলানো হলেও, সেই সিদ্ধান্ত কোনও কাজে আসেনি।