WPL 2024 Watch: শাহরুখের সঙ্গে দেখা হল সৌরভের! তারপর…

Feb 23, 2024 | 3:32 PM

Sourav Ganguly and Shah Rukh Khan: আজ শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন, পারফর্ম করবেন। সেরা আকর্ষণ বলিউডের বাদশা কিং খান। তেমনই ক্রিকেট জগতের আরও অনেকেই থাকবেন। থাকবেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অবশ্য দেখা হল দুই তারকার।

WPL 2024 Watch: শাহরুখের সঙ্গে দেখা হল সৌরভের! তারপর...
Image Credit source: X

Follow Us

ইডেন গার্ডেন্সে সেই গ্যালারি মনে পড়ে? কলকাতা নাইট রাইডার্স বনাম পুনে ওয়ারিয়র্স ম্যাচ। কলকাতার গ্যালারি সেই বিভক্ত ছিল। কেকেআরের চেয়ে বেশি সমর্থন পুনের জন্য! আসলে বিষয়টা ছিল অন্য। কলকাতা নাইট রাইডার্সে জায়গা পাননি বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর নেপথ্যে কেকেআর কর্ণধার শাহরুখের হাত ছিল, অজানা নয়। কেকেআর ছেড়ে সৌরভ গিয়েছিলেন পুনে ওয়ারিয়র্সে। ইডেন সেদিন সৌরভের জন্যই গলা ফাটিয়েছিল। এরপর থেকে সৌরভ ও শাহরুখের দেখা হলে ‘মনে রাখার’ মতো মুহূর্ত তৈরি হয়। আবারও এমন মুহূর্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আজ শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন, পারফর্ম করবেন। সেরা আকর্ষণ বলিউডের বাদশা কিং খান। তেমনই ক্রিকেট জগতের আরও অনেকেই থাকবেন। থাকবেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অবশ্য দেখা হল দুই তারকার।

উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের সব ম্যাচ হয়েছিল মুম্বইতে। এ বার দুই শহরে ম্যাচ। প্রথম ১১টি ম্যাচ বেঙ্গালুরুতে হবে। এরপর WPL পাড়ি দেবে দিল্লিতে। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখের সঙ্গে দেখা হল সৌরভের। এখন আর কোনও তিক্ততা নেই। দাদাকে দেখেই জড়িয়ে ধরলেন শাহরুখ খান। নানা কথাও হল দুই কিংবদন্তির মধ্যে। একটা অনবদ্য মুহূর্ত।

Next Article