সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজ। তাঁকে ঘিরে সকলের মনে বরাবরই ভালবাসার পারদ তুঙ্গে। খেলার মাঠ হোক কিংবা ক্যামেরার সামনে দাদা যে সব চ্যালেঞ্জই গ্রহণ করতে পারেন, তা প্রমাণ করে দিয়েছেন। কখনও শিল্প কখনও বিজ্ঞাপন, কখনও খেলার মাঠ, কখনও সংসার, সব ক্ষেত্রেই তিনি যে পারদর্শী, তা পরতে-পরতে বুঝিয়ে দিচ্ছেন সৌরভ। তবে এবার তাতেই মেজাজ হারালেন একশ্রেণি। সোশ্যাল মিডিয়ায় রে-রে করে ওঠা নেটিজেনদের একাংশ সৌরভ গঙ্গোপাধ্যায়কে করলেন চরম ট্রোল। দর্শক মহলে তাঁর এমন ইমেজ, যে তাঁকে খুব একটা সমালোচনার মুখে পড়তে হয় না। তবে এবার কী এমন ঘটল, যা নিয়ে বেজায় কথা শুনতে হচ্ছে তাঁকে?
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় টলিউড অনলাইনের পেজ থেকে শেয়ার হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক রান্নার তেল সংস্থার বিজ্ঞাপনের জন্য পথে নেমেছিলেন তিনি। যেখানে বর্ষায় ইলিশ রান্না করতে শুরু করলেন সেই তেল ব্যবহার করে। পাশে দাঁড়িয়ে এক প্রবীণ মহিলা শিখিয়ে দিচ্ছিলেন তাঁকে রান্না করতে। এই ভিডিয়ো চোখে পড়তেই একশ্রেণি লিখলেন- ‘টাকার বিনিময়ে সব করতে পারে’, কেউ লিখলেন, ‘শিল্প দাদা’। আবার কারও কথায়, ‘টাকার জন্য মানুষ সব কিছ করতে পারে’, কেউ আবার কটাক্ষ করে বললেন, ‘দিন দিন তলিয়ে যাচ্ছে।’ কেউ সৌরভের উদ্দেশে লিখলেন, ‘কী করবে আর কী করবে না, ভেবে পাচ্ছে না’।
একদিকে যেমন ট্রোল্ড, অন্যদিকে তেমনই আবার সৌরভের ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁকে। তাঁর রান্না করার চেষ্টাকেই জানালেন কুর্ণিশ। একাধিক পেশার সঙ্গে যুক্ত তিনি। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন সৌরভ, কেবল মাঠের বাউন্ডারিতে যাঁকে আটকে রাখা যায়নি। তিনি প্রমাণ করেছেন চাইলে মাঠের বাইরেও ছক্কা হাঁকানো যায়।