AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sana Ganguly: সৌরভের মেয়ে সানার গাড়িতে বাসের ধাক্কা, ভয়ঙ্কর ঘটনা বেহালার চৌরাস্তায়

Sourav Ganguly: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা কর্মসূত্রে লন্ডনে থাকেন। নতুন বছরে এ বার বাড়ির কাছে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন সানা।

Sana Ganguly: সৌরভের মেয়ে সানার গাড়িতে বাসের ধাক্কা, ভয়ঙ্কর ঘটনা বেহালার চৌরাস্তায়
সৌরভের মেয়ে সানার গাড়িতে বাসের ধাক্কা, ভয়ঙ্কর ঘটনা বেহালার চৌরাস্তায়
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 10:07 PM
Share

কলকাতা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। শুক্রবার বেহালা চৌরাস্তায় সানার গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। সৌরভের পারিবারিক সূত্র মারফত জানা গিয়েছে, সানার গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বরাতজোরে বেঁচেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একমাত্র কন্যা।

ঠিক কী ঘটেছিল? সৌরভের পারিবারিক সূত্রের খবর অনুযায়ী, বেহালা চৌরাস্তায় দুটো বাস রেষারেষি করছিল। সেই সময় সানার গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। গাড়ির অন্যপ্রান্তে থাকায় রক্ষা পেয়েছেন সৌরভকন্যা। তবে তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার খবর পেড়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান পুলিশ। এই দুর্ঘটনার পর সানা গঙ্গোপাধ্যায় রীতিমতো আতঙ্কিত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই, সানার গাড়িতে যে বেসরকারি বাসটি ধাক্কা দিয়েছিল, তার চালককে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট হয়ে গিয়েছিল বলেও জানা গিয়েছে।

কলকাতায় খুব একটা থাকেন না সৌরভকন্যা। আসলে দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা কর্মসূত্রে লন্ডনে থাকেন। নতুন বছরে এ বার বাড়ির কাছে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন সানা। লন্ডনেই পড়াশুনা সানার। গত বছর তাঁর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল। তাঁর সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন সস্ত্রীক সৌরভ।

কলকাতার লরেটো হাইস্কুল থেকে পড়াশুনা করেছিলেন সানা। ৯৬.৫% নম্বর পেয়েছিলেন। এরপর তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যান। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করার পর নামি কোম্পানিতে চাকরি পেয়েছেন সানা।