৯ ডিসেম্বর সৌরভ-জয়ের ভাগ্যপরীক্ষা !

raktim ghosh | Edited By: sushovan mukherjee

Dec 02, 2020 | 9:13 PM

TV9 বাংলা ডিজিটাল: বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতেে পারে আগামি ৯ই ডিসেম্বর।  মেয়াদ বৃদ্ধি হবে নাকি ছাড়তে হবে পদ? সুপ্রিম কোর্ট(supreme court) চূড়ান্ত রায় দিতে পারে সেদিনই। সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি হওয়ার হওয়ার কথা ছিল। অবশেষে এই প্রথম শুনানির তারিখ নির্ধারিত করা হল সৌরভ-জয় শাহের বোর্ডের […]

৯ ডিসেম্বর সৌরভ-জয়ের ভাগ্যপরীক্ষা !
৯ তারিখই কি সৌরভ-জয় শাহের ভবিষ্যৎ নির্ধারণ? ছবিঃ ফাইল

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতেে পারে আগামি ৯ই ডিসেম্বর।  মেয়াদ বৃদ্ধি হবে নাকি ছাড়তে হবে পদ? সুপ্রিম কোর্ট(supreme court) চূড়ান্ত রায় দিতে পারে সেদিনই। সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি হওয়ার হওয়ার কথা ছিল। অবশেষে এই প্রথম শুনানির তারিখ নির্ধারিত করা হল সৌরভ-জয় শাহের বোর্ডের ভাগ্য নির্ধারণের।

 

প্রসঙ্গত, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী বিসিসিআইয়ের পদে গত জুলাইয়ে মেয়াদ শেষ হয়েছে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারও আগে মে মাসে সচিব পদে মেয়াদ শেষ হয় জয় শাহের। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, ছয় বছর বিসিসিআই বা তাঁর অনুমোদিত সংস্থায় পদাধিকারী থাকার পর ২ বছরের জন্য কুলিং অফে যেতেই হবে। তবে বিসিসিআই, এর মধ্যেই কুলিং অফ সহ লোধা কমিটির ১২টি সুপারিশ নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টের (supreme court) কাছে।

আরও পড়ুন:নিয়ম রক্ষার ম্যাচ জিতে মানরক্ষা টিম ইন্ডিয়ার

সেই সংক্রান্ত মামলাতেই এবার শুনানি আগামি ৯ই ডিসেম্বর। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে হবে এই মামলার শুনানি। শেষ পর্যন্ত লোধা কমিটির সুপারিশ অনুযায়ী কুলিং অফে যেতে হবে সৌরভদের? নাকি শীর্ষ আদালতে স্বস্তি পেয়ে প্রশাসক পদে বহাল থাকতে পারবেন তাঁরা? অপেক্ষা পরের বুধবার পর্যন্ত।

Next Article