T20 World Cup 2021: রেকর্ডের সামনে ইংল্যান্ড, জিততেই হবে প্রোটিয়াদের
ক্রিকেট মহলের মতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইংল্যান্ড (England) ও দক্ষিণ আফ্রিকারা (South Africa) খেলাটা হবে দুই দলের স্পিনারদের মধ্যে। তারাই ভাগ্য গড়ে দেবেন ম্যাচে।
শারজা: মরুশহরে সন্ধে সাড়ে সাতটায় টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যখন গ্রুপের শেষ লিগ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা (England vs South Africa) তখন ছবিটা তাদের কাছে পরিষ্কার। কী হলে কি হবে? কত রানে জয় বা হারের হিসেবে কারা যাবে সেমিফাইনালে? তাই কিছুটা সুবিধেজনক জায়গায় দাঁড়িয়েই শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড (England) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। টানা ৪ ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে আছে মর্গ্যানের ইংল্যান্ড। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড শীর্ষে থাকলেও তারা সেমিফাইনালে (Semi-final) যাচ্ছে, এ কথা বলা যাবে না। কারণ, ইংল্যান্ড হেরে গেলে দক্ষিণ আফ্রিকা শেষ করবে আট পয়েন্টে। আবার অস্ট্রেলিয়া জিতলেও তাদের পয়েন্ট হবে আট। তাই হালকা মেজাজে খেলার কোনও পরিস্থিতিতে নেই বাটলার বা বাভুমারা। জয় চাই। সঙ্গে চাই বড় জয় যাতে রান রেটের অঙ্কেও কোনও সমস্যা পড়তে না হয়। ক্রিকেট মহলের মতে একটা টানটান ম্যাচ অপেক্ষা করে থাকবে।
দক্ষিণ আফ্রিকা মাঠে নামার আগে একটাই চিন্তা তাদের মাথায় ঘুরছে। শারজার মাঠে সঠিক কম্বিনেশন কী হতে পারে? স্পিন বোলাররা শারজায় যে কোনও দলের শক্তি। প্রোটিয়া দলের ভারসা অবশ্যই টি-২০ ক্রিকেটার এক নম্বর বোলার তাবরেজ সামসি। সঙ্গে আছেন কেশব মহারাজ। প্রথম দলে কি আরও একজন স্পিনারকে আনা হবে? সেটাই ভাবছেন বাভুমারা। কিন্তু শুধুমাত্র স্পিন বোলিংয়ের বিকল্প বাড়াতে কম্বিনেশন ভাঙা হবে? কারণ পেস বোলিং অলরাউন্ডার প্রিটোরিয়াসও যে ছন্দে আছেন। তবে আজ সব থেকে বড় পরীক্ষার মুখে পড়তে হবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটারদের। শারজার স্লো উইকেটে ব্যাট হাতে ডি-কক, মিলার, মাক্রমরা কতটা দায়িত্ব নিতে পারেন সেটাই দেখার।
অন্য দিকে ইংল্যান্ড সব দিক থেকেই বেশ ছন্দে আছেন। তাঁদের সব থেকে বড় ভরসা ওপেনার জস বাটলারের ফর্ম। শ্রীলঙ্কার বিরুদ্ধে স্লো উইকেটে দাপটে সেঞ্চুরি করেছেন। পাশাপাশি ফর্মে ফিরে এসেছেন অধিনায়ক মর্গ্যান। তবে ইংল্যান্ডের চিন্তা মাঝের ওভারের বোলিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ভাবে শুরু করেও সনকা ও হাসারাঙ্গার ব্যাটিং ম্যাচে ফিরিয়ে এনেছিল লঙ্কা ব্রিগেডকে। আদিল রশিদ ও মঈন আলি তাদের মূল ভরসা। ক্রিকেট মহলের মতে খেলাটা হবে দুই দলের স্পিনারদের মধ্যে। তারাই ভাগ্য গড়ে দেবেন ম্যাচে।
আরও পড়ুন : Yorkshire : আবার বর্ণবিদ্বেষের অভিযোগ ক্রিকেটে