Dewald Brevis: ৫৭ বলে ১৬২ রান, একের পর এক রেকর্ড চুরমার করলেন বেবি এবি!
South Africa: প্রবাদপ্রতিম প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাটিংয়ের ধরনে সাদৃশ্য থাকার কারণে ব্রেভিসকে অনেকেই 'বেবি এবি' বলে ডাকেন।
জোহানেসবার্গ: টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) চলছে। এর মাঝেই ক্রিকেটের এই ফর্ম্যাটে নয়া নজির গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার (South African Batsman) হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের একটি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড তৈরি করেছেন ব্রেভিস। ব্রেভিস ক্রিকেটের এই ফর্ম্যাটে ১৬২ রান করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকান ব্যাটার পিটার মালান এবং কুইন্টন ডি কক যৌথভাবে সর্বোচ্চ একটি টি টোয়েন্টি ম্যাচে ১৪০ রানের রেকর্ড করেছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেন ব্রেভিস। ব্রেভিসের ইনিংসের যাবতীয় তথ্য জেনে নিন TV9Bangla-তে।
প্রবাদপ্রতিম প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাটিংয়ের ধরনে সাদৃশ্য থাকার কারণে ব্রেভিসকে অনেকেই ‘বেবি এবি’ বলে ডাকেন। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে সিএসএ টি২০ চ্যালেঞ্জের টাইটান বনাম নাইট ম্যাচে ৫৭ বলে ১৬২ রান করেছেন ব্রেভিস। সর্বোচ্চ রানের নিরিখে ক্রিকেটের এই শর্টেস্ট ফরম্যাটে ব্রেভিসের এই ইনিংস তৃতীয় স্থান দখল করেছে। হ্যামিল্টন মাসাকাদজা এবং হজরতুল্লাহ জাজাইয়ের টি টোয়েন্টির একটি ইনিংসে ১৬২ রান করার নজির রয়েছে। শুধুমাত্র ক্রিস গেইল এবং অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টির একটি ইনিংসে এর থেকে বেশি রানের নজির গড়েছেন। আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে গেইলে অপরাজিত ১৭৫ রান এবং অস্ট্রেলিয়ার হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিঞ্চের ১৭২ রানের ইনিংস যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
১৬২ রানের ইনিংসে ব্রেভিস এমন একটি রেকর্ড গড়েছেন, যা এর আগে কোনও টি-টোয়েন্টি ব্যাটার করতে পারেননি। টি-টোয়েন্টিতে সবথেকে দ্রুততম ১৫০ রান করেছেন ব্রেভিস। ওই রানে পৌঁছতে মাত্র ৫২টি বল খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটসম্যান। ১৯ বছর বয়সী ব্রেভিস তরুণতম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। এর আগে এই রেকর্ড উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি ককের অধীনে ছিল। গোটা ইনিংসে ১৩টি ছক্কা হাঁকিয়েছেন ব্রেভিস।