T20 World Cup 2022: কোহলির হোটেল রুমের ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিক্রিয়া দ্রাবিড়ের
কোহলির এই পোস্টকে সমর্থন করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও।

অ্যাডিলেড: বিশ্বকাপ খেলতে গিয়ে বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও ফাঁস। এ ঘটনায় তোলপাড় গোটা ক্রিকেটবিশ্ব। ভক্তের আচরণে বেজায় চটেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তা নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন রানমেশিন। পারথের টিম হোটেলের (Perth Hotel) ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েন বিরাট কোহলি। এমনকি বেশ বিরক্তও ছিলেন তিনি। কোহলির সমর্থনে টুইট করেন স্ত্রী অনুষ্কা শর্মাও। প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোহলি। ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘আমি বুঝতে পারি, প্রিয় খেলোয়াড়ের কোনও জিনিস কাছ থেকে দেখলে ভক্তরা যেমন খুশি হয় তেমনই উত্তেজিত হয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করতেও উদগ্রীব হয়ে থাকে। কিন্তু এই ধরণের ভিডিওতে আমার প্রাইভেসি নষ্ট হয়। যদি হোটেল রুমে নিজের প্রাইভেসি না থাকে, তাহলে কোথায় থাকবে? ভক্তের এই আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। প্রত্যেকের প্রাইভেসিকে সম্মান দেওয়া উচিত।’ কোহলির এই পোস্টকে সমর্থন করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে দ্রাবিড় বলেন, ‘এই ধরণের ঘটনা সত্যিই হতাশাজনক। শুধু বিরাট কেন, কেউই এটা মেনে নিতে পারে না। তবে হ্যাঁ, তার জন্য হোটেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আশা করি, এমন ধরণের ঘটনা আর কখনও হবে না। কারণ হোটেল রুমই একমাত্র জায়গা, যেখানে জন সাধারণের থেকে দূরে থাকা যায়। মিডিয়ার থেকে চোখ এড়িয়ে থাকা যায়। এটা এমন একটা জায়গা যেখানে কেউ সুরক্ষিত বোধ করে।’
বিরাটের পোস্টের পর হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষমাও চাওয়া হয়। আইসিসিকে জবাবদিহিও করে ওই হোটেল কর্তৃপক্ষ। এমনকি হোটেলে কর্মরত ওই স্টাফকেও বরখাস্ত করা হয়। এ সবের মাঝেই বুধবার বাংলাদেশের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত, বিরাটরা।
