IPL 2021: মইন-জাডেজার ছোবলে ছারখার রাজস্থান

sushovan mukherjee |

Apr 20, 2021 | 9:43 AM

এই আইপিএল স্পিনার অলরাউন্ডারদের কিনা, সময় যত গড়াবে তত পরিষ্কার হবে। আপাতত যতটুকু গড়িয়েছে, তাতে কিন্তু দাপট স্পিনার অলরাউন্ডারদেরই। অন্তত ধোনির টিমের ক্ষেত্রে তো বটেই।

IPL 2021: মইন-জাডেজার ছোবলে ছারখার রাজস্থান
ছবি-টুইটার

Follow Us

অভিষেক সেনগুপ্ত

চেন্নাই সুপার কিংস ১৮৮/৯ (২০ ওভারে)
রাজস্থান রয়্যালস ১৪৩/৯ (২০ ওভারে)

টক অফ দ্য আইপিএল কী? মহেন্দ্র সিং ধোনি কি নিজের ব্যাটিং অর্ডার বদলাবেন? ফিনিশারের বদলে নিজেকে তুলে আনবেন ব্যাটিং অর্ডারের উপরে?
আলোচনা, তর্ক, বিশেষজ্ঞ মতামত— আইপিএলে যখন এ সবের জোয়ার, তখন সোমবার ধোনিকে দেখা সাত নম্বরে। অন্য সময় হলে হয়তো তাঁর আগে দেখা যেত স্যাম কারানদের মতো কাউকে। তা রাজস্থানের বিরুদ্ধে ধোনির অবদান কত? ২ চার দিয়ে সাজানো ১৭ বলে ১৮। নাহ্, ধোনিসুলভ নয়। না হোক, ধীরে ধীরে ছন্দে তো ফিরছেন।

শুধু শুরুতে নয়, ম্যাচের শেষ বল পর্যন্ত আলোচনাতে থাকলেন ধোনিই। ওয়াংখেড়েতে ১৮৮ কোনও রানই নয়। সঞ্জু স্যামসনের রাজস্থানে আবার বিগ হিটারদের ছড়াছড়ি। সেই তাঁদেরকেই ১৪৩/৯ থামিয়ে দিল চেন্নাই। ক্যাপ্টেন ধোনি চমৎকার ব্যবহার করলেন বোলারদের। পাওয়ার প্লে পার করার পরই বল থমকাতে দেখে দুই স্পিনার রবীন্দ্র জাডেজা আর মইন আলিকে নিয়ে ম্যাচ ওখানেই শেষ। হার দিয়ে আইপিএল শুরু করা সিএসকে পর পর দুটো ম্যাচ জিতে লিগ টেবলের দুইয়ে উঠে পড়ল। একে টানা তিন ম্যাচ জেতা বিরাট কোহলির আরসিবি।

এই আইপিএল স্পিনার অলরাউন্ডারদের কিনা, সময় যত গড়াবে তত পরিষ্কার হবে। আপাতত যতটুকু গড়িয়েছে, তাতে কিন্তু দাপট স্পিনার অলরাউন্ডারদেরই। অন্তত ধোনির টিমের ক্ষেত্রে তো বটেই। তিন নম্বরে নেমে মইনের বিস্ফোরক ব্যাটিং। তারপর বল হাতে বিষাক্ত সব ডেলিভারি। সঙ্গে জুড়িদার জাডেজা। সোমবার চেন্নাইকে রাজকীয় দেখাল এই দু’জনের জন্যই। মইন শুরুতে করলেন ২৬। বল হাতে ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট। আর জাডেদা, ব্যাট হাতে ৮ করলে কী হবে, বল হাতে তুলে নিয়েছেন জস বাটলার, শিবম দুবের উইকেট। এরপর আর ম্যাচের কী থাকতে পারে?

এ বারের চেন্নাইয়ের একটা সুবিধা হল, একদম ১০ নম্বর পর্যন্ত ব্যাট। যে কারণে চাপে পড়লেও ঠিক উতরে যাচ্ছে টিম। রাজস্থান ম্যাচে শুরুতে টিমকে টানলেন ফাফ দু প্লেসি। ১৭ বলে ৩৩ করে গেলেন। এর পর যে-ই নেমেছেন, টিমকে খুচরো রান দিয়ে গিয়েছেন। যে কারণে ১৮৮/৯ তুলে ফেলেছিল টিম। রাজস্থান শুরুটা ভালো করলেও চাপটা সামলাতে পারল না। সঞ্জুর টিমে তারুণ্য বেশি। চেতন সাকারিয়া বল হাতে ধোনি সহ ৩টে উইকেট তুলে চমকে দিলেন ঠিকই, রাহুল তেওটিয়া আবার মইনকে ফেরালেন ঠিকই, কিন্তু বড় ম্যাচ পার করতে গেলে যে চাপ নিতে হয়, তা নেওয়ার মতো ক্রিকেটার টিমে বিশেষ নেই।

ওপেনার বাটলার শুরুটা চমৎকার করেছিলেন। ৩৫ বলে ৪৯ করে আউট হওয়ার আগে পর্যন্ত মনে হয়নি রাজস্থান হারতে পারে ম্যাচটা। মনন ভোরা (১৪), সঞ্জু স্যামসন (১), শিবম দুবেদের (১৭) সমস্যা হল, ধারাবাহিকতা নেই। কোন ম্যাচে খেলবেন, কেউ জানে না। সঞ্জু প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর আর রানে নেই। মনন, শিবমরাও সেট হয়ে ফিরে গেলেন। মিডল অর্ডারে কাউকে পাওয়াই গেল না, যিনি টিমকে টানতে পারেন। যে ক্রিস মরিস আগের ম্যাচ জিতিয়েছিলেন, তিনি মইনের বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।

আরও পড়ুন:রশিদের সঙ্গে রমজানের উপবাস ওয়ার্নার, উইলিয়ামসনের

ধোনির টিমটাই এমন। স্লো বাট স্টেডি! আমিরশাহি চেন্নাইয়ের কাছে একটা অঘটনের আইপিএলই ছিল। এ বার সেটা প্রমাণ করার জন্যই যেন মাঠে নামছে সিএসকে। বহু মধ্যে শুধু একটা না-পাওয়া, ‘মাহি মার রাহা হ্যয়’ স্লোগানটা এখনও মিসিং।
বিউগল থামিয়ে দেওয়া সেই ভয়ঙ্কর ধোনি কি অদূরে অপেক্ষা করছেন কোথাও?

সংক্ষিপ্ত স্কোর: চেন্নাই সুপার কিংস ১৮৮/৯ (দু প্লেসি ৩৩, রায়াডু ২৭, মইন ২৬, চেতন ৩/৩৬, মরিস ২/৩৩)। রাজস্থান রয়্যালস ১৪৩/৯ (বাটলার ৪৯, উনাদকট ২৪, রাহুল ২০, মইন ৩/৭, জাডেজা ২/২৮, কারান ২/২৪)।

Next Article