SL vs NZ: রুদ্ধশ্বাস পরিস্থিতিতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট, কিউয়িদের ভরসা রবীন্দ্র!

World Test Championship: একটা সময় মনে হয়েছিল চতুর্থ দিনই ম্যাচ পকেটে পুরে নেবে শ্রীলঙ্কা। তবে রাচিনের জন্যই সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন দু-উইকেট। নিউজিল্যান্ডের দরকার আরও ৬৮ রান। রাচিন রবীন্দ্রর সঙ্গে ক্রিজে রয়েছেন এজাজ। রাচিনের সঙ্গে এজাজ ক্রিজে পড়ে থাকলে নিউজিল্যান্ডের জয় অসম্ভব নয়। শেষ দিন এই ম্যাচ যে কোনও দিকেই যেতে পারে।

SL vs NZ: রুদ্ধশ্বাস পরিস্থিতিতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট, কিউয়িদের ভরসা রবীন্দ্র!
Image Credit source: IDREES MOHAMMED / AFP
Follow Us:
| Updated on: Sep 22, 2024 | 6:10 PM

টেস্ট ক্রিকেটই যে বেস্ট ক্রিকেট, আরও একবার এর উদাহরণ পেতে চলেছে ক্রিকেট বিশ্ব। গলে চলছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্ট। এই সফর শেষে ভারতে আসবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট এমন মুখরোচক হয়ে উঠবে অনেকেই হয়তো কল্পনা করতে পারেনি। চতুর্থ দিনের শেষ সেশনের পর পরিস্থিতি একেবারে রোমহর্ষক। ম্যাচের ফল হবে, এটুকু নিশ্চিত। তবে কোন দল জিতবে, জোর দিয়ে কেউ বলতে পারেন না। এখানে যেন মস্তিষ্ক বনাম মনের লড়াই। শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টের কী পরিস্থিতি? রইল বিস্তারিত।

ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩০৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ৩৪০ রান করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৩৫ রানের লিড নেয় কিউয়িরা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ ৩০৯ রানে। অথচ দ্বিতীয় দিনের শেষে ২৩৭/৪ স্কোরে ছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। বল হাতে নজর কাড়েন কিউয়ি টিমের বাঁ হাতি স্পিনার এজাজ প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনারের এশিয়ায় রেকর্ড খুবই ভালো। ভারতের বিরুদ্ধে পারফেক্ট টেনেরও কীর্তি রয়েছে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে এজাজ প্যাটেল একাই ছয় উইকেট নেন। চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৭৫ রান।

রান তাড়ায় শুরুতেই ডেভন কনওয়ের উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল নিউজিল্যান্ড। টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন দুর্দান্ত খেলছিলেন। দলীয় ৫১ ও ৬৮ রানে পরপর এই দু-জন ফিরতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দুই স্পিনার প্রভাত জয়সূর্য ও রমেশ মেন্ডিসের দাপটে একদিক থেকে পরপর উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। এক দিক আগলে রাখেন রাচিন রবীন্দ্র। চারে ব্যাট করতে নেমেছিলেন। দু-দলের হার-জিতের মাঝে আশা এবং বাধা এখন রবীন্দ্রই। ১৫২-৪ থেকে দ্রুতই ২০৩ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড।

একটা সময় মনে হয়েছিল চতুর্থ দিনই ম্যাচ পকেটে পুরে নেবে শ্রীলঙ্কা। তবে রাচিনের জন্যই সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন দু-উইকেট। নিউজিল্যান্ডের দরকার আরও ৬৮ রান। রাচিন রবীন্দ্রর সঙ্গে ক্রিজে রয়েছেন এজাজ। রাচিনের সঙ্গে এজাজ ক্রিজে পড়ে থাকলে নিউজিল্যান্ডের জয় অসম্ভব নয়। শেষ দিন এই ম্যাচ যে কোনও দিকেই যেতে পারে। ৯১ রানে ক্রিজে রয়েছেন রাচিন। অন্যদিকে, এজাজ ১৫টি ডেলিভারি সামলে ভরসা দিয়েছেন।