দিল্লিকে সাফল্য দিতে মুখিয়ে আছেন স্মিথ

sushovan mukherjee |

Feb 23, 2021 | 2:29 PM

স্মিথের চেনা অনেকেই আছেন দিল্লিতে। কোচ হিসেবে পাবেন রিকি পন্টিংকে

দিল্লিকে সাফল্য দিতে মুখিয়ে আছেন স্মিথ
ছবি সৌজন্যে - ক্রিকেট অস্ট্রেলিয়া।

Follow Us

দিল্লি: যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, স্টিভ স্মিথকে আইপিএল ততটা দেয়নি। এমন অভিযোগ যখন উঠছে, তখন অস্ট্রেলিয়ান নিজেই জানালেন, আগামী আইপিএল-১৪র জন্য মুখিয়ে আছেন তিনি। রাজস্থান রয়্যালস ছেড়ে এ বার দিল্লি ক্যাপিটালসে এসেছেন তিনি। মাত্র ২.২ কোটি টাকায় দিল্লি কিনে স্মিথকে।

অজি ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘দিল্লি সমর্থকরা, তোমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। আমার মনে হয় অন্যতম সেরা প্লেয়াররা রয়েছে টিমে, সেই সঙ্গে দারুণ কোচও। টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। অনেক নতুন স্মৃতি তৈরি হবে। সবাই মিলে গত বছরের থেকেও ভালো কিছু করার চেষ্টা করব।’

গত বছর দারুণ শুরু করলেও দিল্লি প্রত্যাশিত সাফল্য পায়নি। এ বার শ্রেয়স আয়াররা চাইছেন স্মিথকে সঙ্গে নিয়ে ট্রফি জিততে। শ্রেয়স নিজে তো বলেইছেন, ‘আমরা আমাদের পুরনো টিমকে যেমন ধরে রেখেছি, তেমনই স্মিথ, টম কারানের মতো প্লেয়ারও নিয়েছি। তরুণ ও সিনিয়র প্লেয়ার মিলিয়ে দারুণ ভারসাম্য টিমে। আশা করি এটা সাফল্য এনে দেবে।’

আরও পড়ুন:শুধু মাঠকেই স্বীকৃতি দেয় খেলা, বলছেন সচিন

স্মিথের চেনা অনেকেই আছেন দিল্লিতে। কোচ হিসেবে পাবেন রিকি পন্টিংকে। রাজস্থানে এত দিন আইপিএল খেলা স্মিথ এই আইপিএল নতুন করে শুরু করতে চাইছেন। নিজেকে প্রমাণ করার জন্য আরও বেশি করে দিল্লির হয়ে ট্রফিটা জিততে চাইছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

Next Article