Sunil Gavaskar: জন্মদিনে লিটল মাস্টার, সানি গাভাসকরের সেরা কয়েকটি ইনিংস

Jul 10, 2023 | 3:35 AM

Happy Birthday Sunil Gavaskar: ওয়ান ডে ফরম্যাটে একটি মাত্রই সেঞ্চুরি রয়েছে সুনীল গাভাসকরের। সেটি এসেছিল ১৯৮৭ বিশ্বকাপে নাগপুরে। ১০টি বাউন্ডারি এবং ৩টি ছয় মেরেছিলেন। মাত্র ৮৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Sunil Gavaskar: জন্মদিনে লিটল মাস্টার, সানি গাভাসকরের সেরা কয়েকটি ইনিংস
Image Credit source: ICC

Follow Us

হ্যাপি বার্থডে লিটল মাস্টার। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও। প্রতিটা প্রজন্মে এমন একজন ক্রিকেটার উঠে আসেন, যাঁর কোনও তুলনা হয় না। সেই প্রজন্মে তিনিই সেরা। তাঁকে দেখে নতুন স্বপ্ন দেখে পরবর্তী প্রজন্ম। ভারতীয় ক্রিকেটে এমনই একজন সুনীল গাভাসকর। আজ তাঁর জন্মদিন। ৭৪তম জন্মদিনে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছনো প্রথম ব্যাটার। ক্রিকেটে এখন অনেক টেকনোলজি। তেমনই ক্রিকেটারদের সুরক্ষার জন্যও নানা ব্যবস্থা। তিনি অবশ্য ওয়েস্ট ইন্ডিজ এবং বিশ্ব ক্রিকেটের তাবড় পেসারদের সামলেছেন বিনা হেলমেটেই। কিংবদন্তি সুনীল গাভাসকরের জন্মদিনে TV9Bangla Sports-এর বিশেষ প্রতিবেদনে রইল তাঁর কিছু সেরা ইনিংসের হদিশ।

দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে একের পর এক অনবদ্য ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে ১০, ১২২ রান। ৩৪টি সেঞ্চুরি। ওয়ান ডে ফরম্যাটে ১০৮টি ম্যাচ। ৩ হাজারের ওপর রান। কোন ইনিংসকে সেরা বেছে নেওয়া যেতে পারে! খুবই কঠিন কাজ। তবে যে ইনিংসগুলি বারবার মনে পড়বে, তেমনই কয়েকটি দেখে নেওয়া যাক।

সেরা কিছু ইনিংস…

  1. ১৯৭১ সালে পোর্ট অব স্পেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২০- সে সময় সুনীল গাভাসকরের বয়স মাত্র ২১। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক সিরিজ। শেষ ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ডবল সেঞ্চুরি। সেই ম্যাচটি ড্র হলেও ক্যারিবিয়ানে প্রথম বার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। আর তাতে ব্যাট হাতে বড় অবদান সুনীল গাভাসকরের। তবে পোর্ট অব স্পেনে দ্বিতীয় ইনিংসে তাঁর ডবল সেঞ্চুরি আলাদা মাত্রা যোগ করেছিল।
  2. ১৯৭৬ সাল, পোর্ট অব স্পেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতেছিল ভারত। একটা সময় অবধি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির ছিল গাভাসকরদের দখলে। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৩ রান তাড়া করে জিতেছিল ভারত। লিটল মাস্টার ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। গুন্ডাপ্পা বিশ্বনাথেক বিধ্বংসী পারফরম্যান্সে এত বড় রান তাড়া করে জিতেছিল ভারত।
  3. ১৯৭৭ সাল, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৩ রানের ইনিংস ভারতীয় ব্যাটারদের জন্য অন্যতম সেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪১ রান তাড়া করতে নেমেছিল ভারত। ১১৩ রানের ইনিংস সুনীল গাভাসকরের। ভারত মাত্র ১৬ রানে হেরে গিয়েছিল।
  4. ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ডবল সেঞ্চুরির স্মরণীয় ইনিংস রয়েছে সুনীল গাভাসকরের। চতুর্থ ইনিংসে ভারতের জয়ের লক্ষ্য় ছিল ৪৩৮ রান। রান তাড়ায় ২২১ রান করেছিলেন গাভাসকর। সে সময় ধারাভাষ্যে সুশীল দোশী বলেছিলেন, যাদের দুর্বল হৃদয়ের ক্রিকেট প্রেমীরা যেন, এই ম্যাচের ধারাভাষ্য না শোনেন। ৪৩৮ রান তাড়া করতে নেমে গাভাসকর যখন আউট হন, সে সময় দলের স্কোর ৩৮৯। তাঁর আউটের পরই বিপর্যয়। শেষ অবধি ম্যাচটি ড্র হয়। ভারত জয় থেকে ৯ রান দূরে থাকে। নয়তো ওভালে রেকর্ড হত।
  5. ১৯৮৩ সালে চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৬ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটে ইনিংসে এটিই তাঁর সর্বাধিক স্কোর। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিং আক্রমণের বিরুদ্ধে অপরাজিত ডবল সেঞ্চুরির ইনিংস খেলেন লিটল মাস্টার।
  6. ১৯৮৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফয়সালাবাদে তাঁর ১২৭ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম সেরা। ওপেনিংয়ে নেমেছিলেন। ভারত ২৮৬ রানে অলআউট হলেও তিনি শেষ অবধি ১২৭ রানে অপরাজিত ছিলেন।
  7. ১৯৮৭ সালে নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস। ওয়ান ডে ফরম্যাটে একটি মাত্রই সেঞ্চুরি রয়েছে সুনীল গাভাসকরের। সেটি এসেছিল ১৯৮৭ বিশ্বকাপে নাগপুরে। ১০টি বাউন্ডারি এবং ৩টি ছয় মেরেছিলেন। মাত্র ৮৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।
Next Article