AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suresh Raina: যারা বেশি পার্টি করে… IPL না জেতায় RCB সহ যে দলগুলোকে খোঁচা দিলেন রায়না

IPL: চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স এই ২টো টিম আইপিএলের সবচেয়ে সফল। ৫ বার করে এই দুই টিম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মোট ৩টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যারা কখনও আইপিএল জয়ের স্বাদ পায়নি। এই তিন টিম হল - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।

Suresh Raina: যারা বেশি পার্টি করে... IPL না জেতায় RCB সহ যে দলগুলোকে খোঁচা দিলেন রায়না
যারা বেশি পার্টি করে... IPL না জেতায় RCB সহ যে দলগুলোকে খোঁচা দিলেন রায়না
| Updated on: Apr 21, 2024 | 1:53 PM
Share

কলকাতা: আইপিএল মানে ক্রিকেট বিনোদনের পসরা। তবে আইপিএলের সঙ্গে শুধু ক্রিকেট জড়িত নয়। রয়েছে গ্ল্যামারও জড়িয়ে। একইসঙ্গে থাকে ম্যাচ জিতলে জয়ী টিমের পার্টিও। অতীতে আইপিএল টিমগুলোর পার্টির গল্প খুব জনপ্রিয় ছিল। এখন ক্রিকেটারদের তরতাজা রাখার জন্য একাধিক বিনোদনের বন্দোবস্ত করে ফ্র্যাঞ্চাইজিগুলো। অতীতেও প্রচুর ক্রিকেটার আইপিএল ম্যাচ শেষ হলেই পার্টিতে ডুবে থাকতেন। সম্প্রতি Lallantop চ্যানেলে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। মিস্টার আইপিএল বলে পরিচিত তিনি। সেই সুরেশ রায়না এ বার জানিয়েছেন, আইপিএলের পার্টি নিয়ে বিশেষ তথ্য জানিয়েছেন।

চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স এই ২টো টিম আইপিএলের সবচেয়ে সফল। ৫ বার করে এই দুই টিম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মোট ৩টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যারা কখনও আইপিএল জয়ের স্বাদ পায়নি। এই তিন টিম হল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সুরেশ রায়না সম্প্রতি জানিয়েছেন, যে টিমগুলো আইপিএলের সময় সবচেয়ে বেশি পার্টি করেছে, তারা এখনও খেতাব জিততে পারেনি। এখানেই থেমে থাকেননি রায়না। আরও জানান, সিএসকে কখনও পার্টি করেনি, যে কারণে ইয়েলোব্রিগেডে ৫টি আইপিএল এবং ২টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে।

সুরেশ রায়না বলেন, ‘চেন্নাই কখনও পার্টি করেনি। যে কারণে এই টিমটা সবচেয়ে সফল। ২-৩টা টিম এম রয়েছে যারা অনেক পার্টি করেছে, কিন্তু কখনও আইপিএল জেতেনি।’ রায়নাকে এ বার ওই সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় তিনি আরসিবির নাম বলতে চাইছেন কিনা? সেই সময় রায়না হেসে বলেন, ‘না, বেশ কয়েকটা টিম তো রয়েছে, যারা অনেক পার্টি করে। আমরা (সিএসকে) অত পার্টি করিনি। তাই আমাদের কাছে ৫টা আইপিএল ট্রফি এবং ২টো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও ৫টা আইপিএল ট্রফি রয়েছে।’

সিএসকে কেন পার্টি করত না, সেই কারণও জানিয়েছেন সুরেশ রায়না। কারণ টিম ম্যানেজমেন্ট ভাবত, সারা রাত পার্টি করলে পরদিন সকালে ভালো করে খেলতে পারবেন না টিমের ক্রিকেটাররা। দুপুরেও অনেক ম্যাচ থাকত। তারপর পার্টি মানেই সকলের ধকল হত। তাই পার্টি কনসেপ্ট ছিল না সিএসকের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এমন একটা মঞ্চ যেখানে ক্রিকেট মেশে গ্ল্যামারে। বলিউডের একাধিক তারকা যেমন – শাহরুখ খান, প্রীতি জিন্টারা আইপিএল টিমের মালিক। আইপিএল পার্টি নিয়ে অতীতে এমনও শোনা গিয়েছিল যে, চিয়ারলিডারদের সঙ্গে সেখানে ভালো ব্যবহার করেন না ক্রিকেটাররা। এরপর বিসিসিআইয়ের পক্ষ থেকে ওই পার্টি কালচারে বিধিনিষেধ আনা হয়।