AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SA: দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই ‘পরীক্ষা’র মুখে রিঙ্কু-তিলকরা

Watch Video: বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ভারতীয় টিমের ডারবান পৌঁছনোর এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, অর্শদীপ সিং, তিলক ভার্মা, রিঙ্কু সিংরা পড়েছেন 'বড় পরীক্ষা'র মুখে। তাঁরা কি সেই পরীক্ষায় পাশ করেছেন?

IND vs SA: দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই 'পরীক্ষা'র মুখে রিঙ্কু-তিলকরা
ডারবান পৌঁছে গেল স্কাইয়ের ভারত।Image Credit: Rinku Singh Instagram
| Updated on: Nov 04, 2024 | 1:19 PM
Share

কলকাতা: অপেক্ষার আর মাত্র তিনটে দিন। শুক্রবার নেলসন ম্যান্ডেলার দেশে টি-২০ (T20) সিরিজ শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa)। ৪ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ইতিমধ্যেই ডারবান পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ভারতীয় টিমের ডারবান পৌঁছনোর এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, অর্শদীপ সিং, তিলক ভার্মা, রিঙ্কু সিংরা পড়েছেন ‘বড় পরীক্ষা’র মুখে। তাঁরা কি সেই পরীক্ষায় পাশ করেছেন?

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ টিমের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাননি হেড কোচ গৌতম গম্ভীর। রবিবারই ভারতের মাটিতে শেষ হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এ বার রোহিত-বিরাটদের সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় যাবেন গৌতম। তাই তাঁর অনুপস্থিতিতে হার্দিকদের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, ভারতীয় ক্রিকেটাররা রেনবো নেশন সম্পর্কে একে অপরকে নানা প্রশ্ন করছিলেন। সকলে কি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন?

বিসিসিআইয়ের ভিডিয়োতে টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অভিষেক শর্মাকে দেখা যায় তিলক ভার্মা, যশ দয়ালদের প্রোটিয়া দেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে। তিনি এও জানান, তিলক ভার্মার সাধারণ জ্ঞান সম্পর্কে নলেজ অনেক বলেই তিনি জানতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর তিলক দিতে পারেননি। শুধু তাই নয়, অলরাউন্ডার অক্ষর প্যাটেল তরুণ বোলার অর্শদীপ সিংকেও বেশ কিছু প্রশ্ন করেন। তার সঠিক উত্তর অর্শদীপ দিতে পারেননি। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটাররা প্রোটিয়া সফরে যাওয়ার পথে জেনারেল নলেজ নিয়ে একে অপরকে প্রশ্ন করে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জীতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, আবেশ খান, যশ দয়াল।