India vs Bangladesh: স্কাই জিতলেন টস, শান্তদের দিকে ধেয়ে যাচ্ছে ‘রাজধানী এক্সপ্রেস’; সঙ্গী নীতীশ

IND vs BAN, 1st T20I: রবিবার শুরু হল ভারত-বাংলাদেশ ৩ ম্যাচের টি-২০ সিরিজ। গোয়ালিয়রে প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে লিটনদের ওপেনিংয়ে পাঠিয়েছেন স্কাই। কেমন হল দুই দলের একাদশ? জেনে নিন বিস্তারিত।

India vs Bangladesh: স্কাই জিতলেন টস, শান্তদের দিকে ধেয়ে যাচ্ছে 'রাজধানী এক্সপ্রেস'; সঙ্গী নীতীশ
India vs Bangladesh: স্কাই জিতলেন টস, শান্তদের দিকে ধেয়ে যাচ্ছে 'রাজধানী এক্সপ্রেস'; সঙ্গী নীতীশImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Oct 06, 2024 | 7:56 PM

কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে প্রথম টি-২০ ম্যাচে টস জিতেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নাজমুল হোসেন শান্তদের দিকে এ বার ধেয়ে আসছে, ‘রাজধানী এক্সপ্রেস।’ এমন কথা শুনে অনেকেই চমকে যেতে পারেন। তাঁদের জন্য বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে আজ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচে ভারতের দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। এক, মায়াঙ্ক যাদব। দুই, নীতীশ কুমার রেড্ডি। মায়াঙ্ক আইপিএলে গতির ঝড় তুলে ‘রাজধানী এক্সপ্রেস’ তকমা পেয়েছেন। টস জিতে প্রথমে লিটনদের ওপেনিংয়ে পাঠিয়েছেন স্কাই। কেমন হল দুই দলের একাদশ?

লখনউ সুপার জায়ান্টস জার্সিতে ১৭তম আইপিএলে গতির ঝড় তুলে তাক লাগিয়েছিলেন মায়াঙ্ক যাদব। তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে ডেবিউ ক্যাপ তুলে দেন মুরলী কার্তিক। আর নীতীশ কুমার রেড্ডিকে ডেবিউ ক্যাপ দেন পার্থিব প্যাটেল।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের একাদশ – সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

এই খবরটিও পড়ুন

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশের একাদশ – নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলি ও শরিফুল ইসলাম।