করোনা নেগেটিভ রোহিতরা স্বস্তি দিচ্ছেন টিমকে

ভারতীয় দলের সব সদস্যের কোভিড রিপোর্ট নেগেটিভ

করোনা নেগেটিভ রোহিতরা স্বস্তি দিচ্ছেন টিমকে
মেলবোর্ন থেকে সিডনির পথে ভারতীয় দল। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 12:36 PM

TV9 বাংলা ডিজিটাল: সিডনি টেস্ট শুরুর আগে স্বস্তি ভারতীয় শিবিরে। ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কোভিড রিপোর্ট নেগেটিভ এল। সিডনি উড়ে যাওয়ার আগে মেলবোর্নে রোহিত শর্মা, শুভমন গিলদের কোভিড পরীক্ষা করা হয়। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তার আগে প্রত্যেক ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্ট করা হয়। বোর্ডের বিবৃতিতে জানানো হয়, প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। দু’দিন আগে একটা ইন্ডোর রেস্তোরাঁয় রোহিত-শুভমনদের ভিডিও ভাইরাল হয়। জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থ, নভদীপ সাইনি এবং পৃথ্বী শ। ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। জৈব সুরক্ষা বলয়ে থেকেও কিভাবে রেস্তোরাঁয় খেতে গেলেন, তা নিয়ে তদন্তে নামে অজি ক্রিকেট প্রশাসন।

আরও পড়ুন:থামানো যাচ্ছে না উইলিয়ামসনকে

তবে স্বস্তির খবর, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। বর্ডার-গাভাসকার সিরিজ এখন ১-১। সিডনি টেস্টে ভারতীয় দলে খেলবেন রোহিত শর্মা। মেলবোর্ন টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়া এখন অনেকটাই উজ্জীবিত।