থামানো যাচ্ছে না উইলিয়ামসনকে

পরপর ৩ টেস্টে শতরান কেন উইলিয়ামসনের

থামানো যাচ্ছে না উইলিয়ামসনকে
পাকিস্তানের বিরুদ্ধে ফের শতরান উইলিয়মাসনের। ছবি-আইসিসি
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 12:21 PM

TV9 বাংলা ডিজিটাল: স্বপ্নের ফর্মে কেন উইলিয়ামসন। বছরের প্রথম শতরান এল নিউজিল্যান্ড অধিনায়কের ব্যাট থেকেই। গত বছরের শেষে স্টিভ স্মিথ আর বিরাট কোহলিকে টপকে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছিলেন উইলিয়ামসন। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করলেন তারকা ব্যাটসম্যান। পরপর তিনটে টেস্টে শতরান এল উইলিয়ামসনের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫১ আর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ১২৯ রানে ইনিংস খেলে বছর শেষ করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। উইলিয়ামসনের নতুন বছরের প্রথম শতরানটা অবশ্য এল বেশ কঠিন পরিস্থিতিতে। একটা সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৭১। সেখান থেকে হেনরি নিকোলসকে সঙ্গী করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন তারকা ব্যাটসম্যান। দিনের শেষে ১১২ রানে অপরাজিত কিউই অধিনায়ক। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর তিন উইকেটে ২৮৬। পাকিস্তানের থেকে মাত্র ১১ রানে পিছিয়ে কিউইরা।

আরও পড়ুন:অভিষেকেই গোল ব্রাইটের, আইএসএলে প্রথম জয় মশাল বাহিনীর

কেরিয়ারে উইলিয়ামসনের ২৪তম শতরান। প্রথম ৫০ রান করতে প্রায় ৩ ঘণ্টা সময় নেন নিউজিল্যান্ড অধিনায়ক। পরের ৫০ রান আসে মাত্র ৩৫ বলে। নাসিম শাহের এক ওভারে ৪টে চার মেরে ৭৮ রান থেকে ৯৪ রানে পৌঁছন উইলিয়ামসন। আবার ৯৫ থেকে দুটো চার মেরে বছরের প্রথম শতরান পূর্ণ করেন এই মুহুর্তে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান।