অভিষেকেই গোল ব্রাইটের, আইএসএলে প্রথম জয় মশাল বাহিনীর
৭ ম্যাচ পর আইএসএলে জয় পেল লাল-হলুদ। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের সেরা পিংলকিংটন।
TV9 বাংলা ডিজিটাল: নতুন বছরেই নতুন আলোর সন্ধান পেল এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে প্রথম জয়ের দেখা পেল মশাল বাহিনী। ওড়িশা এফসিকে ৩-১ গোলে উড়িয়ে নতুন ভোরের স্বপ্ন দেখতে শুরু করলেন রবি ফাউলার। তিলক ময়দানে মশাল বাহিনীর তেজে ম্লান ওড়িশা এফসি। লাল-হলুদের গোলদাতা পিলকিংটন, মাগোমা এবং ব্রাইট। আইএসএলে প্রথম জয়ের দেখা পেয়ে অবশেষে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতেই পারেন লাল-হলুদ জনতা।
রাজার মুকুট রাজার সাজ, অ্যান্টনি তা পড়ল আজ! ?#ChhilamAchiThakbo #JoyEastBengal #AmagoEastBengal #MoshalBahini pic.twitter.com/G2CRSDhuTQ
— SC East Bengal (@sc_eastbengal) January 3, 2021
এদিনের ম্যাচে প্রথম এগারোয় দুটি পরিবর্তন আনেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। সুরচন্দ্র আর শেহনাজ সিংয়ের বদলে রাজু গায়কোয়াড় এবং মিলন সিংকে শুরু থেকে খেলান লাল-হলুদ কোচ। রাইট ব্যাকে রাজু গায়কোয়াড় খেলায় লাল-হলুদ রক্ষণকে শুরু থেকেই অনেকটা জমাট দেখায়। প্রথমার্ধের ১২ মিনিটেই এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। পিলকিংটন গোল করে এগিয়ে দেন লাল-হলুদ ব্রিগেডকে। রাজু গায়কোয়াড়ের লং থ্রোকে কাজে লাগিয়ে হেডে গোল করেন অ্যান্টনি পিলকিংটন।১৬ এবং ২০ মিনিটে দুটো দারুন সেভ করেন দেবজিত মজুমদার। ১৬ মিনিটে ম্যানুয়েল ওনুর হেড বাঁচান দেবজিত। চার মিনিট বাদে আরও একটা দুরন্ত সেভ করেন লাল-হলুদ গোলরক্ষক। ২৯ মিনিটে পিলকিংটনের দুরন্ত শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৩৯ মিনিটে এসসি ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জ্যাক মাগোমা। মাত্তি স্টেইনম্যানের বাড়ানো বল ধরে একটা সোলো রান নেন কঙ্গোর এই ফুটবলার। এরপর ওড়িশার দু’জন ফুটবলারকে কাটিয়ে অনবদ্য গোল করেন জ্যাক মাগোমা (২-০)।
1st wins for us in various competitions:-
CFL 1st Div.: 2-1 v Dalhousie, 1925 Durand Cup: 2-0 v Army Headquarters, 1926 Fed Cup: 5-0 v Rajasthan Police, 1978 NFL: 3-0 v Salgaocar, 1997@ILeagueOfficial: 2-0 v Viva Kerala, 2007 @IndSuperLeague: 3-1 v @OdishaFC, 2021#SCEBOFC
— SC East Bengal (@sc_eastbengal) January 3, 2021
গোল পরিশোধের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ওড়িশা এফসি। একের পর এক আক্রমণের ঝড় তুলতে থাকেন মরিসিও-ওনুরা। ৪৭ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও নষ্ট করেন মরিসিও। ৫৪ মিনিটে একটি দুরন্ত সেভ করেন দেবজিত মজুমদার। ৩ মিনিট বাদে ম্যানুয়েল ওনুর শট পোস্টে লেগে ফিরে আসে।
রবিবার লাল-হলুদ জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই গোল পেলেন ব্রাইট এনোবাখারে। ৭৩ মিনিটে মাঘোমাকে তুলে ব্রাইটকে নামিয়ে পরখ করে নেন ফাউলার। নিজের প্রথম ম্যাচেই জাত চেনালেন নাইজেরিয়ান স্ট্রাইকার। ৮৮ মিনিটে ওড়িশার বক্সে বল পেয়েই গোল লক্ষ্য করে শট নেন ব্রাইট। প্রথমে ওড়িশার গোলরক্ষক বাঁচিয়ে দিলে ফিরতি বল পেয়েই ব্রাইটকে পাস বাড়ান সুরচন্দ্র। সেখান থেকে নিখুঁত প্লেসিংয়ে গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রাইট (৩-০)।
FULL-TIME | #SCEBOFC
A first #HeroISL ??? confirmed for @sc_eastbengal ?#LetsFootball pic.twitter.com/grUXm1vZAj
— Indian Super League (@IndSuperLeague) January 3, 2021
আরও পড়ুন:দলের সঙ্গেই সিডনি যাচ্ছেন রোহিতরা, বৃষ্টিতে ভেস্তে গেল মেলবোর্নে শেষ অনুশীলন
খেলার ইনজুরি টাইমে জটলার মধ্যে থেকে গোল করে ওড়িশার ব্যবধান কমান দিয়েগো মরিসিও (৩-১)। এই গোলের সঙ্গে চলতি আইএসএলে ১০০টি গোলও পূর্ণ হল। এদিন লাল-হলুদ জার্সিতে অভিষেক হল অঙ্কিত মুখোপাধ্যায়েরও। ৭৩ মিনিটে রাজুর পরিবর্তে মাঠে নামেন অঙ্কিত।
এদিনের জয়ের সুবাদে ৮ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ৬। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে লাল-হলুদের পরবর্তী ম্যাচ। ইগর অ্যাঙ্গুলো-এদু বেদিয়াদের বিরুদ্ধে নামার আগে এদিনের জয় অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে পিলকিংটন-মাগোমাদের।