Ram Mandir Watch: রয়েছেন রামলালা, রামমন্দিরের আদলেই তৈরি ঘড়ি! দাম শুনলে চমকে উঠবেন
Ram Mandir Watch: সেই হিড়িকের কথা মাথায় রেখেই তৈরি হয়ে গেল এই রামমন্দির স্পেশাল এডিশন ওয়াচ। সুইস ঘড়ির তুলনা হয় না। দামও তো সেরকম। রামমন্দিরের আদলে তৈরি এই ঘড়িতে রয়েছে সেই বিলাসবহুল সুইজ়ারল্যান্ডের প্রযুক্তিই।
নয়াদিল্লি: ৩৪ লক্ষ টাকায় মিলবে রামমন্দির! তবে ঘড়ির আদলে। সুইজ়ারল্যান্ড ও ভারতের ঘড়ি নির্মাণকারী দুই সংস্থার যৌথ উদ্দ্যোগে তৈরি করা হয়েছে এই হাতঘড়িটি। রাম জন্মভূমির কথা মাথায় রেখে নির্বাচন করা হয়েছে ডিজাইন। ঘড়ির মধ্যেই রয়েছে রামলালা। মেপে দিচ্ছেন সময়। আর তাঁর পাদদেশে ঠাঁই নিয়ে হনুমান।
গত বছর জানুয়ারি মাসে উদ্বোধন রামমন্দির। প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। সেই আবহে হিন্দিবলয় তো বটেই গোটা দেশেই যেন উৎসবের আমেজ তৈরি হয়। রামলালার দর্শনে ভিড় রামমন্দিরে গিয়ে ভিড় জমান সাধারণ মানুষ। ছোট-বড় উৎসবে রেকর্ড ভিড়ের সাক্ষী থাকে রামমন্দির। এমনকী বর্ষবরণের রাতেও রামমন্দির সাক্ষী থেকে ৫ লক্ষের অধিক পুণ্যার্থীর আগমনের। সুতরাং বলা যেতে পারে, রামমন্দির নিয়ে মানুষের উত্তেজনা কোনও অংশেই কম নয়।
আর সেই হিড়িকের কথা মাথায় রেখেই তৈরি হয়ে গেল এই রামমন্দির স্পেশাল এডিশন ওয়াচ। সুইস ঘড়ির তুলনা হয় না। দামও তো সেরকম। রামমন্দিরের আদলে তৈরি এই ঘড়িতে রয়েছে সেই বিলাসবহুল সুইজ়ারল্যান্ডের প্রযুক্তিই। ভারতীয় এক সংস্থার সঙ্গেই যৌথ উদ্দ্যোগে তৈরি এই রামমন্দির ঘড়ি। বিলাসবহুল ঘড়ি নির্মাণকারী ভারতীয় সংস্থা ইথোসের সঙ্গে যৌথ উদ্দ্যোগে এই ঘড়িটি তৈরি করে সুইজ়ারল্যান্ডের ঘড়ি নির্মাণকারী সংস্থা জ্যাকব অ্যান্ড কোম্পানি। ভারতীয় ভাবনা ও সুইস ওয়াচ টেকনোলজির মেলবন্ধন এই ঘড়িটি।
ডিজ়াইনে নেই কোনও ছাড়! ঘড়ির কাঁটায় ৯টার ঘরে রয়েছে রামমন্দির। আর ৬টার ঘরে লেখা রয়েছে জয় শ্রী রাম। ঘড়ির ভিতরেই দাঁড়িয়ে রয়েছেন রামলালা। পায়ের কাছেই হাতজোড় করে বসে হনুমান। ঠিক রামলালা পিছনেই রয়েছে রথের চাকার আদলে ডায়াল। সঙ্গে গেরুয়া ব্রেসলেট।