Microsoft Lay Off: কোপ পড়ল চাকরিতে! বিরাট সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফ্ট
Microsoft Lay Off: বছর বছর ধরে কর্মরত যে সকল কর্মী সংস্থার চোখে অনুৎপাদক রূপে চিহ্নিত হয়েছে তাদেরকেই চাকরি যেতে চলেছে। এক্ষেত্রে সংস্থার সর্বোচ্চ পর্যায় অর্থাৎ লেভেল ৮০ কর্মীরাও বাদ যাবে না।
নয়াদিল্লি: আন্ডার পারফরমিং কর্মী বা সারাবছর যাদের পারদর্শীতা কম থাকে, সেই সকল কর্মীদের এবার ছাঁটাই করতে চলেছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফ্ট। সংস্থার সর্বোচ্চ স্তরের আন্ডার পারফরমিং বা অনুৎপাদক কর্মীদের ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফ্ট।
জানা গিয়েছে, বছর বছর ধরে কর্মরত যে সকল কর্মী সংস্থার চোখে অনুৎপাদক রূপে চিহ্নিত হয়েছে তাদেরকেই চাকরি যেতে চলেছে। এক্ষেত্রে সংস্থার সর্বোচ্চ পর্যায় অর্থাৎ লেভেল ৮০ কর্মীরাও বাদ যাবে না। উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়, গোটা মাইক্রোসফ্ট জুড়ে আপাতত ছাঁটাইয়ের মরসুম।
এই প্রসঙ্গে সংস্থার মুখপাত্র জানান, মাইক্রোসফ্ট শুধুমাত্র প্রতিভাবান মানুষদের তার সংস্থায় জায়গা দিয়ে থাকে। আমরা সমস্ত কর্মীদের সংস্থার সঙ্গেই বেড়ে ওঠার সুযোগ দিয়ে থাকি। কিন্তু যারা পারফর্ম করতে পারেন না, তাদের বিরুদ্ধে সংস্থা যথাযথ পদক্ষেপ নিয়ে থাকে।
গত দু’বছর ধরেই মাইক্রোসফ্টে চলছে কর্মী ছাঁটাই পর্ব। এমনকি শুধু মাইক্রোসফ্ট নয়, প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত থাকা সকল সংস্থার মধ্যেই এই এক আবহ। গত বছরের শেষের দিকে গুগলও তাদের দশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। এর আগে ২০২৩ সালে জানুয়ারি মাসেও মোট ১২ হাজার কর্মী ছাঁটাই করে গুগল। একই অবস্থা মাইক্রসফ্টেও। গত বছর জুন মাসেই সংস্থা থেকে হাজার খানেক কর্মীকে ছাঁটাই করে কর্তৃপক্ষ।