Reliance Share: আরও চওড়া হচ্ছে অম্বানির হাসি, ৭১ হাজার কোটির বিশাল লাভ, নতুন বছরেই দুরন্ত গতি রিলায়েন্সের

Reliance Share: যদি আমরা এদিনের ক্লোজিং প্রাইস থেকে হিসেব করি, তাহলে দেখা যাবে দুই দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৩.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবারের সর্বোচ্চ দাম ধরলে দেখা যাবে দুই দিনে কোম্পানিটির শেয়ার বেড়েছে ৪.৩০ শতাংশ পর্যন্ত।

Reliance Share: আরও চওড়া হচ্ছে অম্বানির হাসি, ৭১ হাজার কোটির বিশাল লাভ, নতুন বছরেই দুরন্ত গতি রিলায়েন্সের
মুকেশ অম্বানি (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 8:40 PM

কলকাতা: ফের নতুন গতিতে ছুটতে শুরু করেছে রিলায়েন্স। নতুন ছন্দে ডানা মেলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার। তথ্য বলছে, গত দুই দিনে রিলায়েন্সের শেয়ার বেড়েছে ৪ শতাংশের বেশি। বিপুল মুনাফার মুখ দেখেছেন সংস্থার ৩৬ লক্ষ শেয়ারহোল্ডার। কোম্পানির মার্কেট ক্যাপও দুই দিনে ৭১ হাজার কোটি টাকা বেড়েছে। তার জেরেই দেশের সবচেয়ে বড় কোম্পানির মার্কেট ক্যাপ আবার ১৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। গত বছর সংস্থার রিটার্ন খুব একটা ভাল ছিল না। কিন্তু, নতুন বছর থেকেই অবস্থার রাতারাতি পরিবর্তন! 

এ নিয়ে টানা দ্বিতীয় দিন বড়সড় বৃদ্ধি দেখা গেল রিলায়েন্সের শেয়ারে। স্টক মার্কেট বন্ধের সময়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.৭০ শতাংশ বেড়ে ১,২৬২ টাকায় বন্ধ হয়েছে। ট্রেডিং সেশন চলাকালীন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার এক সময় ১২৭০ টাকাও ছাড়িয়ে যায়। এই শেয়ারই একদিন আগে ১২৪০ টাকায় বন্ধ হয়েছিল। বুধবার ফের খোলে ১২৫১ টাকার কাছাকাছি দরে। 

যদি আমরা এদিনের ক্লোজিং প্রাইস থেকে হিসেব করি, তাহলে দেখা যাবে দুই দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৩.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবারের সর্বোচ্চ দাম ধরলে দেখা যাবে দুই দিনে কোম্পানিটির শেয়ার বেড়েছে ৪.৩০ শতাংশ পর্যন্ত। সোমবার, কোম্পানির শেয়ার ১,২১৮.২০ টাকায় বন্ধ হয়েছে। সেই শেয়ারই বুধবার একসময় ১২৭০ টাকার গণ্ডিও পেরিয়ে যায়। ওয়াকিবহাল মহলের ধারনা, অবস্থা যা তাতে রিলায়েন্সের শেয়ার আগামী কয়েরদিনে আরও বাড়তে পারে। 

এই খবরটিও পড়ুন

শুধু তাই নয়, গত দুই দিনে কোম্পানিটির মার্কেট ক্যাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানির মার্কেট ক্যাপ ছিল ১৬,৪৮,৪৪৮.৫৫ কোটি টাকা। যা দুই দিনে বেড়ে ১৭,১৯,৪৯০.৭০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ দুই দিনের ব্যবধানে মার্কেট ক্যাপ ৭১ হাজার কোটির বেশি বেড়েছে।