Arshdeep-Navdeep: কাউন্টি কাঁপাচ্ছেন ভারতের দুই পেসার

Jun 26, 2023 | 7:24 PM

County Championship: কাউন্টিতে নজর কাড়ছেন দুই পেসার। অর্শদীপ অভিষেক ম্যাচেও নজর কেড়েছিলেন। এ বার নর্দ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে টপ অর্ডারের দুই উইকেট নেন অর্শদীপ।

Arshdeep-Navdeep: কাউন্টি কাঁপাচ্ছেন ভারতের দুই পেসার
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বেশ কিছুটা বিরতি ছিল ভারতীয় ক্রিকেটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বও শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। সফর শুরু হবে টেস্ট দিয়ে। ভারতের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দিয়েই। টেস্ট স্কোয়াডে ফিরেছেন নবদীপ সাইনি। কাউন্টিতে ভালো পারফর্ম ভারতের দুই পেসার নবদীপ সাইনি ও অর্শদীপ সিংয়ের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট কিংবা ওডিআই স্কোয়াডে জায়গা হয়নি বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন নবদীপ সাইনি। কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারে যোগ দেন নবদীপ। চার ম্যাচের চুক্তি হয় তাঁর সঙ্গে। তবে সেখানে পৌঁছেই নবদীপ জানতে পারেন ওয়েস্ট ইন্ডিজে টেস্টে সুযোগ পাওয়ার বিষয়টি। কাউন্টিতে একটি ম্যাচই খেলবেন। অন্য দিকে, কেন্ট কাউন্টি ক্লাবে খেলছেন অর্শদীপ সিং। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। সেই স্কোয়াডে থাকতে পারেন অর্শদীপ।

কাউন্টিতে নজর কাড়ছেন দুই পেসার। অর্শদীপ অভিষেক ম্যাচেও নজর কেড়েছিলেন। এ বার নর্দ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে টপ অর্ডারের দুই উইকেট নেন অর্শদীপ। তাঁর জোড়া ধাক্কা এবং অজি পেসার ওয়েস অ্যাগারের ৫ উইকেটের সৌজন্যে নর্দ্যাম্পটনশায়ারকে ২৩৭ রানেই অলআউট করে কেন্ট। অর্শদীপের ইকোনমিও খুব ভালো।

আর এক ভারতীয় পেসার নবদীপ সাইনি ডার্বিশায়ারের বিরুদ্ধে নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট নেন। তবে বল পুরনো হতে অবশ্য সমস্যায় পড়েন নবদীপ। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ওরচেস্টারের হয়ে এই ম্যাচে আরও ভালো বোলিং করাই লক্ষ্য নবদীপের।

Next Article