IPL 2025, Virat Kohli: মাঠে রাগ, ম্যাচ শেষেই বিরাট কোহলির ‘কান্তারা’ খোঁচা লোকেশ রাহুলকে!
Delhi Capitals vs Royal Challengers Bengaluru: দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে লোকেশ রাহুলের কান্তারা সেলিব্রেশন নিয়ে খোঁচাও দিলেন বিরাট কোহলি। ম্যাচ চলাকালীন দেখা যায় দু-জনের মধ্যে 'গম্ভীর' আলোচনাও। বিরাট কি রাহুলের উপর রেগে ছিলেন?

কয়েকটা ম্যাচ একটু পিছিয়ে যাওয়া যাক। ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জেতানো ইনিংস খেলে দিল্লির কিপার-ব্যাটার রাহুল সেলিব্রেশনে বুঝিয়ে দিয়েছিলেন, এটি তাঁর মাঠ। রাহুল বেঙ্গালুরুর ছেলে। এই সেলিব্রেশনে সেই বার্তাই দিয়েছিলেন। পরে তিনি একটি ভিডিয়োতে রাহুল জানিয়েছিলেন যে, তিনি ‘কান্তারা’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সেই সেলিব্রেশন করেছিলেন। দিল্লির মাঠে বিরাট কোহলিও এর জবাব দেবেন, তারই অপেক্ষা ছিল। কারণ, বিরাট কোহলি আরসিবির হয়ে খেললেও তিনি আদতে দিল্লির ছেলে।
লোকেশ রাহুলের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল ২০১৩ সালে আরসিবিতেই। ২০১৬ সালে ফের আরসিবির হয়ে খেলেছিলেন। এ মরসুমেও তাঁকে নেওয়ার জোরালো দাবি তুলেছিলেন আরসিবি সমর্থকরা। টিম ম্যানেজমেন্ট সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বেঙ্গালুরুতে আরসিবিকে হারিয়ে তাদের ম্যানেজমেন্টকেই যেন বার্তা দিয়েছিলেন রাহুল। ধীর স্থির রাহুলের এই সেলিব্রেশন ভাইরাল হয়েছিল। সমর্থকরাও ঘরের ছেলের পাশেই ছিলেন।
দিল্লির মাঠে দেখা যায়, গ্যালারিতে অনেকেই পোস্টার নিয়ে এসেছিলেন, যেখানে কোহলির হয়ে লেখা, এই মাঠ আমার। রান তাড়ায় হিসেবি এবং বুদ্ধিদীপ্ত একটা ইনিংস খেলেন কিং কোহলি। অপরাজিত থেকে মাঠ ছাড়লে বিরাটের থেকেও বড় কোনও সেলিব্রেশন দেখা যেতে পারে এই অনুমান করা হচ্ছিল। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আউট হন বিরাট। ম্যাচ শেষে ডাগআউটে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশন করেন। কিন্তু শান্ত রাহুলকে খোঁচা দিতে ছাড়েননি।
ম্যাচ শেষে জাতীয় দলের সতীর্থরা আড্ডা মারছিলেন। করুণ নায়ার, লোকেশ রাহুল. দেবদত্ত পাড়িক্কল সকলেই ছিলেন। বিরাটও তাদের আড্ডায় যোগ দেন। রাহুলকে রাগানোর জন্য হাসি মুখে হাত দিয়েই সেই কান্তারা সেলিব্রেশনের নকল করেন। বিরাট যে স্রেফ মজা করছেন, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। রাহুলও হেসে ফেলেন। আলিঙ্গনও করেন দুই বন্ধু।
