Mohammed Shami: ট্রোল করলেও কিছু যায় আসে না, বলছেন সামি

জাতীয় টিমের ক্রিকেটারদের যে সব সমর্থকরা ট্রোল করে, তারা আর যাই হোক ক্রিকেট ভক্ত নয়। বক্তা আর কেউ নন, মহম্মদ সামি।

Mohammed Shami: ট্রোল করলেও কিছু যায় আসে না, বলছেন সামি
Mohammed Shami: ট্রোল করলেও কিছু যায় আসে না, বলছেন সামি (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 7:24 PM

নয়াদিল্লি: জাতীয় টিমের ক্রিকেটারদের যে সব সমর্থকরা ট্রোল করে, তারা আর যাই হোক ক্রিকেট (Cricket) ভক্ত নয়। বক্তা আর কেউ নন, মহম্মদ সামি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান ম্যাচ হারের পর যাঁকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ওই ম্যাচে খারাপ বোলিং করার জন্য ভারতের ক্রিকেট জনতা একেবারে কোণঠাসা করে ফেলেছিল বাংলার পেসারকে। শুধু তাই নয়, বাবর আজমদের কাছে হারের কারণে তাঁকে কাঠগড়াতেও তুলেছিল তারা। ওই সময় সামি মুখ খোলেননি। কিন্তু ক্রিকেট মহল পাশে দাঁড়িয়েছিল তাঁর। একটা ম্যাচ দিয়ে যে কারও কেরিয়ার বিশ্লেষণ করা যায় না, তা স্পষ্ট করে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি। পাক ম্যাচে খারাপ বোলিংয়ের জেরে মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। তার উপর ক্রিকেট ভক্তদের জোরালো সমালোচনা আরও চাপে ফেলে দিয়েছিল তাঁকে।

সামির স্পষ্ট বক্তব্য, ‘যখন কিছু লোক, যাদের প্রোফাইল দেখে চেনা যায় না, কিংবা যাদের সামান্য কিছু ফলোয়ার থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারা যখন কারও দিকে আঙুল তোলে, তখন বুঝতে হবে, ওইরকম কিছু লোকের হারানোর কিছু নেই। আর তাদের মতো কিছু লোকের জন্য আমি কখনওই খুব বেশি ভাবিত নই। ওরা আমার কাছে কোনও মূল্য রাখে না। আমরা কখনওই ওদের নিয়ে ভাবি না।’

একই সঙ্গে সামির সোজা বক্তব্য, তিনি যে ভারতীয়, ক্রিকেট মাঠে নেমে তা প্রমাণ করার কিছু নেই। সামির কথায়, ‘আমরা খুব ভালো করে জানি, আমরা কী। ভারত বলতে কী বোঝায়, আমাদের বোঝাতে হবে না। কারণ, আমরা দেশের হয়ে লড়াই করি। আর সেই কারণেই যেই আমাদের নিয়ে ট্রোল করুক না কেন, কারও কাছে আমাদের কোনও কিছু প্রমাণ করতে হবে না।’

২০১৩ সালে ভারতের হয়ে অভিষেকের পর ৫৭টা টেস্টে ২০৯ উইকেট নিয়েছেন। স্ট্রাইকরেট ৫০-এর কাছাকাছি। কবজির চোটের কারণে টিমে নেই সামি। তবে বাংলার পেসার বিশ্বাস করেন, তাঁদের পেস অ্যাটাক সেরা। ‘টেস্টে আমাদের যা বোলিং, আমার মনে হয় না ভারতীয় টিমের আর কখনও এমন পেস অ্যাটাক ছিল।’

আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালিতে অনুশীলনে মগ্ন কোহলি, দেখুন ছবি