AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs New Zealand: হার্দিকের নেতৃত্বে নিউজিল্যান্ডে নতুন শুরুর লক্ষ্যে টিম ইন্ডিয়া

Hardik Pandya: এই প্রথম ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক, তা নয়। এর আগে আয়ারল্য়ান্ড সফরে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন। জিতেছে ভারত। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স অভিষেক মরসুমেই হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে সাফল্য পেলে, পাকাপাকি ভাবে তাঁকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার দাবিও জোরালো হবে।

India vs New Zealand: হার্দিকের নেতৃত্বে নিউজিল্যান্ডে নতুন শুরুর লক্ষ্যে টিম ইন্ডিয়া
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 3:11 AM
Share

ওয়েলিংটন : টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটেনি। কিংবা বলা ভালো ব্যর্থতার রেশ। নিউজিল্যান্ড সফরে সাদা বলের জোড়া সিরিজ খেলবে ভারত। টি২০ সিরিজ শুরু আজ থেকে। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) দু-দলই সেমিফাইনালে বিদায় নিয়েছে। ভারতের (Team India) কাছে বিদায়ের ধরনও লজ্জার। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে হার। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো অনেকেই। নেতৃত্বে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সিরিজের প্রথম টি-টোয়েন্টির প্রিভিউ TV9Bangla-য়।

দ্বি-পাক্ষিক সিরিজ এখন আর শুধুই আর দশটা সিরিজের মতো নেই। প্রতিটা সিরিজই যেন ভবিষ্যতের বড় টুর্নামেন্টের প্রস্তুতি। হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে অধিনায়ক করার পরই একটা বিষয় অনুমান করা হয়েছিল। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। রোহিত-বিরাটদের মতো তারকাদের আগামী বিশ্বকাপেও পাওয়া যাবে, এমন সম্ভাবনা ক্ষীণ। হার্দিক এবং একঝাঁক তরুণ প্লেয়ারকে এখন থেকেই রেডি করার প্রক্রিয়া শুরু এই সিরিজ থেকেই। সহজ কথায়, হার্দিকের নেতৃত্বে ভিশন ২০২৪ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকেই।

ওয়েলিংটনে প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দু-দলেরই লক্ষ্য় সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর ভুলে নতুন শুরুর। শুধুমাত্র পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়। আগামী বছর ভারতের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। ফরম্যাট আলাদা হলেও সাদা বলে প্রতিটি সিরিজই এখন জোড়া বিশ্বকাপের প্রস্তুতি। এই প্রথম ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক, তা নয়। এর আগে আয়ারল্য়ান্ড সফরে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন। জিতেছে ভারত। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স অভিষেক মরসুমেই হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে সাফল্য পেলে, পাকাপাকি ভাবে তাঁকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার দাবিও জোরালো হবে।

সিরিজে হার্দিক ছাড়াও নজর থাকবে ঈশান কিষাণ, শুভমন গিল, সঞ্জু স্যামসন, অর্শদীপদের দিকে। প্রথম ম্য়াচ থেকেই সুযোগ পেতে পারেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। বিশ্বকাপের স্কোয়াডে রাখা হলেও এক ম্যাচেও খেলানো হয়নি চাহালকে। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।