Urvil Patel: টি-২০-তে দ্রুততম সেঞ্চুরি নিলামে অবিক্রিত উর্ভিলের, ভাঙলেন ২৭ কোটির পন্থের রেকর্ড
T20: টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল পন্থের নামে। তিনি ২০১৮ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তাঁর রেকর্ড ভাঙলেন ডান হাতি ব্যাটার উর্ভিল প্যাটেল।
কলকাতা: আইপিএলের মেগা নিলামে দল পাননি গুজরাটের এক ক্রিকেটার। দিনদুয়েক পর তিনিই ভেঙে ফেললেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল পন্থের নামে। তিনি ২০১৮ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তাঁর রেকর্ড ভাঙলেন ডান হাতি ব্যাটার উর্ভিল প্যাটেল (Urvil Patel)। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন তিনি।
ত্রিপুরার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৫ তোলে ত্রিপুরা। গুজরাটের টার্গেট দাঁড়ায় ১২০ বলে ১৫৬। সেখানে গুজরাটের ওপেনার উর্ভিল প্যাটেল ৩৫ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। এই ইনিংস সাজানো ছিল ১২টি ছয় ও ৭টি চার দিয়ে। ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার উর্ভিল।
টি-২০ ক্রিকেটে এ বছরই হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন এস্টোনিয়ার সাহিল চৌহান। ফলে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উর্ভিলের ২৮ বলের শতরান। গত বছরের নভেম্বরে উর্ভিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন। সে বার তিনি গুজরাটের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে ১০০ করেন।
🏏🔥 Huge Congratulations to Gujarat CA Senior Men’s Team! 🔥🏏
An outstanding performance to secure a brilliant 8-wicket victory over Tripura CA in the Syed Mushtaq Ali Trophy! 💪👏
The spotlight shines on Urvil Patel, who created history by smashing the fastest century in… pic.twitter.com/X7Mb90h2Dm
— Gujarat Cricket Association (Official) (@GCAMotera) November 27, 2024
২০২৩ সালের আইপিএলের আগে ২০ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স নিলেছিল উইকেটকিপার ব্যাটার উর্ভিল প্যাটেলকে। কিন্তু সে মরসুমে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বারের আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে রিলিজ় করে দেয় গুজরাট। আর এ বারের মেগা নিলামে নাম রেজিস্টার করেছিলেন। কিন্তু রয়ে গিয়েছেন অবিক্রিত।