AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিরক্ত বিরাট দাঁড়িয়ে পড়লেন রোহিতের পাশে

যা পরিস্থিতি, বিরাট-রোহিতের মতো তারকাদের পাশাপাশি সব টিমই এই নতুন নিয়ম নিয়ে আপত্তি তোলা শুরু করেছে। ওয়াশিংটন সুন্দর, শিবম দুবেদের যদি কাজেই না লাগানো হয়, তা হলে আগামী দিনে কেউই অলরাউন্ডার হতে চাইবেন না। বোলার কিংবা ব্যাটারই হতে চাইবেন। এই আশঙ্কা বাড়ছে।

Virat Kohli: ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিরক্ত বিরাট দাঁড়িয়ে পড়লেন রোহিতের পাশে
Virat Kohli: ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিরক্ত বিরাট দাঁড়িয়ে পড়লেন রোহিতের পাশেImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 2:14 PM

কলকাতা: ক’দিন আগে রোহিত শর্মা বলেছিলেন। এ বার মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের (IPL) নতুন ফর্ম্যাট নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে। বিসিসিআইয়ের এই নতুন নিয়মের জেরে অলরাউন্ডারদের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। ব্যাটার বা বোলাররাই প্রাধান্য পাচ্ছেন। এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম যদি চলতে থাকে, অলরাউন্ডাররা হারিয়ে যাবেন। ক্রিকেটে অলরাউন্ডাররাই যে কোনও টিমের এক্স ফ্যাক্টর। ব্যাটে-বলে পারফর্ম করে ফারাক গড়ে দিতে পারেন। বেন স্টোকস থেকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজারা অতীতে অনেকবার টিমকে জিতিয়েছেন। কিন্তু আইপিএল যে ভাবনায় এগোচ্ছে, তাতে আগামী দিনে নতুন হার্দিক পান্ডিয়া খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। তাতে প্রভাব পড়বে ভারতীয় ক্রিকেটে। সেই আশঙ্কা থেকেই মুখ খুলেছিলেন রোহিত।

শিবম দুবেকে ভারতীয় টিমের নতুন অলরাউন্ডার বলে ধরা হচ্ছে। কিন্তু তিনি চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে বিস্ফোরক পারফরম্যান্স করলেও বল হাতে দেখা যায়নি। শেষ দিকে কিছুটা ব্যবহার করা হয়েছে বোলার শিবমকে। নিয়মিত বল না করলে তাঁর মতো অলরাউন্ডারের ধার কমবে, এমন আশঙ্কা সব মহলেরই রয়েছে। সেখানে দাঁড়িয়েই বিরাট বলে দিলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে রোহিত যা বলেছে, আমি তা সমর্থন করি। কখনও আমার এমন অভিজ্ঞতা হয়নি যে, বোলাররা ভাবছে, সব বলেই চার কিংবা ছয় হতে পারে। এটা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট। ব্যাটসম্যানরাই এখানে দাপিয়ে বেড়াবে, তেমনটা হতে পারে না। সব টিমের তো আর বুমরা কিংবা রশিদ নেই। এটা জানি যে, জয়ভাই (জয় শাহ, বিসিসিআইয়ের সচিব) এই নিয়মটা নিয়ে পর্যালোচনার করার কথা ভাবছেন।’

যা পরিস্থিতি, বিরাট-রোহিতের মতো তারকাদের পাশাপাশি সব টিমই এই নতুন নিয়ম নিয়ে আপত্তি তোলা শুরু করেছে। ওয়াশিংটন সুন্দর, শিবম দুবেদের যদি কাজেই না লাগানো হয়, তা হলে আগামী দিনে কেউই অলরাউন্ডার হতে চাইবেন না। বোলার কিংবা ব্যাটারই হতে চাইবেন। এই আশঙ্কা বাড়ছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আগামী আইপিএলে আর থাকবে না।