নয়াদিল্লি: জল্পনার জল এখনও গড়াচ্ছে। কেউ বলছেন, সাদা বলের ক্রিকেটে ভবিষ্যৎ অনিশ্চিত জাতীয় টিমের দুই মহাতারকার। কেউ বলছেন, দুই তারকাই আর চান না দেশের হয়ে সাদা বল ফর্ম্যাটে খেলতে। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কে নেতৃত্ব দেবেন? কারা নেবেন দুই তারকার জায়গা? এই নিয়ে আলোচনার শেষ নেই। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরই এ নিয়ে চর্চার শুরু। যা এখনও থামেনি। হার্দিক পান্ডিয়াকে নতুন নেতা ভাবছেন কেউ কেউ। তিন নম্বরে নাকি ঈশান কিষাণ খেলবেন। যাবতীয় গুঞ্জন থামিয়ে দিলেন দুই সুপারস্টার। রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়ে দিলেন, তাঁরা দেশের হয়ে টি-টোয়েন্টি (T20) খেলতে চান।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলতে দেখা যায়নি বিরাট ও রোহিতকে। জুনের বিশ্বকাপে এঁরা খেলবেন কিনা, তা নিয়ে ছিল প্রশ্ন। যদিও বিরাট ও রোহিতকে ধরেই ৩০ জনের সম্ভাব্য টিম সাজিয়ে ফেলেছেন নির্বাচকরা। কিন্তু এই দুই তারকা কী চান, তার উপর নির্ভর করছিল অনেক কিছু। সে সব মিটিয়ে বিরাট ও রোহিত জানিয়ে দিলেন জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন দু’জনেই। ঘরের মাঠে অফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওই সিরিজে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন বিরাট-রোহিত দু’জনেই। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বোর্ড কর্তাদের স্পষ্ট বার্তায় দুই তারকা ক্রিকেটারই জানিয়ে দিয়েছেন, তাঁরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে ফিরতে চান।
জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে টি-টোয়েন্টি ম্যাচের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের হোম সিরিজ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ১-১ করেছে রোহিতের টিম। কিন্তু ব্যাটাররা নির্ভরযোগ্যতে দিতে পারেননি। শুক্রবারই নির্বাচকরা ঘরের মাঠে দুটো সিরিজের জন্য দল নির্বাচন বসবেন। সেখানেই এ সব নিয়ে আলোচনার পাশাপাশি দুই ক্রিকেটারের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়েও কথা হবে। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব চোটের কারণে খেলতে পারবেন না আফগানিস্তানের বিরুদ্ধে। নতুন নেতা নির্বাচন করতে হবে। রোহিতই নেতা হিসেবে ফেরতে চলেছেন, এমনও বলা হচ্ছে। কিন্তু সে সবই জল্পনার স্তরে রয়েছে। অজিত আগরকরের নির্বাচক মণ্ডলী এ নিয়ে আলোচনা করবে যেমন, তেমনই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল কেমন হওয়ার উচিত, তা নিয়েও কথা হবে।
একই সঙ্গে টিম নির্বাচনী সভায় রিভিউ হবে দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্স। বিশেষ করে কেপটাউন টেস্টে ০ রানে শেষ ৬টা উইকেট কেন পড়েছিল, তা নিয়ে ময়নাতদন্ত হবে। সব ছাপিয়ে গিয়ে আলোচনা বেশি বিরাট-রোহিতের টি-টোয়েন্টি প্রত্যাবর্তন নিয়ে। দুই তারকা ক্রিকেটারই দেশের হয়ে এ বছরের কুড়ি-বিশের বিশ্বকাপ খেলতে চান। শুধু তাই নয়, দীর্ঘ ১০ বছর আইসিসি টুর্নামেন্ট জিততে না পারার আক্ষেপও মেটাতে চান তাঁরা।