Virat-Rohit: অনেক হল, অবসর নাও… বিরাট-রোহিতের উপর রেগে লাল ভারতীয় ক্রিকেট প্রেমীরা
Team India: দেশের মাটিতে পরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ৫টি টেস্ট ম্যাচ খেলল টিম ইন্ডিয়া। আর তাতে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) অবদান কতখানি?
কলকাতা: ভারতীয় ক্রিকেটে কি বিরাট-রোহিত জমানা শেষের পথে? দেশের মাটিতে পরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ৫টি টেস্ট ম্যাচ খেলল টিম ইন্ডিয়া (Team India)। আর তাতে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) অবদান কতখানি? দুই তারকার শেষ ৫ টেস্টের পরিসংখ্যান দেখলে যা নজরে পড়বে, তা ভারতীয় ক্রিকেট প্রেমীদের যথেষ্ট রাগের কারণ হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর কোহলি ও রোহিতের উপর ভারতীয় ক্রিকেট প্রেমীরা রেগে লাল হয়েছেন। তাঁদের অবসরের দাবিও তুলেছেন।
মুম্বই টেস্টের পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা। একাধিক ভারতীয় ক্রিকেট প্রেমী দাবি তুলছেন, এটাই সঠিক সময়, এ বার অবসর নিক বিরাট-রোহিত। ব্যাটে রান না এলে সমালোচনা অনেককেই সইতে হয়। ঠিক যেমনটা এখন হচ্ছে রো-কো জুটির সঙ্গে।
Rohit and Kohli should gracefully retire now…Kohli is averaging 30 odd in Last 5 Years…don’t remember any batsman in Indian history to be given such a long rope despite failing regularly in both Home and Away… …. Rohit ka test career bhi 3 saal ka hi tha…
— Abhinandan (@Abhinandan6638) November 3, 2024
Should Kohli and Rohit retire? If you agree, like the tweet. #INDvNZ #RohitSharma #ViratKohli #Whitewash pic.twitter.com/qcCz1IZkte
— ̷R̷̷o̷̷h̷a̷a̷̷n̷ (@Dr_Rohaan) November 3, 2024
We want Virat Kohli and Rohit sharma to retire 🙏 this is garbage 🤯 like this tweet and I will give you 1000 Rupees..#INDvNZ #RohitSharma #ViratKohli pic.twitter.com/Q87hrclz1w
— Ashish (@SirAshu2002) November 3, 2024
রোহিত শর্মা দেশের মাটিতে শেষ ৫ টেস্ট ম্যাচে ১০ ইনিংসে করেছেন ১৩৩ রান। গড় ১৩.৩০। সর্বাধিক রান ৫২। যা এসেছিল বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে। অন্যদিকে ভারতের মাটিতে বিরাট কোহলির শেষ ৫ টেস্ট ম্যাচে যদি নজর রাখা হয়, তা হলে দেখা যাবে তিনি ২১.৩৩ গড়ে করেছেন ১৯২ রান। তাঁর সর্বাধিক স্কোর ৭০। যা এসেছিল বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে।
২০২৩ সালের জুলাইতে পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ টেস্ট শতরান করেছিলেন বিরাট। আর রোহিত এ বছরের মার্চে ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই অবস্থায় এ মাসেই অজি সফরে যাবে ভারতীয় দল। তার আগে বিরাট-রোহিতের এই ফর্ম একদিকে যেমন টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার। তেমনই দুই তারকার জন্যও অস্বস্তির। কারণ তাঁরা জানেন, তাঁদের থেকে অজি সফরে কী প্রত্যাশা করছে ভারতীয় টিম।