নয়াদিল্লিঃ চোখধাঁধানো স্ট্রেট ড্রাইভ।চকিতে স্কোয়্যার কাট। বিরাটের (VIRAT KOHLI)হাতে ব্যাট (BAT) মানেই রকমারি শটের প্রদর্শন। তার সঙ্গে বিরাটের ফিটনেস (FITNESS) মানে তো ভারতীয়(INDIA) খেলাধূলার কাছে একটা উদাহরণ। ভারত অধিনায়ক(CAPTAIN) যে ফুটবলেও কম যাননা। অ্যাক্সিডেন্টাল ক্রসবার চ্যালেঞ্জ(ACCIDENTAL CROSSBAR CHALLENGE) এবার মাতলেন বিরাট কোহলি। একেবারে নিখুঁত শট এল ক্যাপ্টেন কোহলির পা থেকে। যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠে গিয়েছে।
Accidental crossbar challenge ? pic.twitter.com/koeSSKGQeb
— Virat Kohli (@imVkohli) May 25, 2021
আদ্যোপান্ত ক্রিকেটের পূজারি। এ হেন বিরাট কোহলি কোথায় শিখলেন এত নিখুঁত ফুটবল? যার রহস্য এবার ফাঁস করলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। রাজকুমার জানান, “ও ছোট থেকেই দারুন ফুটবলার।আমার মনে আছে যখন আমার অ্যাকাডেমিতে অনুশীলন করত, তখন মূল প্র্যাকটিসের আগে ওয়ার্ম আপ করতে হত। সেই ওয়ার্ম আপের সময় ও ফুটবল নিয়েই দৌঁড়তে পছন্দ করত।যদিও ফুটবল খেলত ওয়ার্ম আপের সময়, তবুও সেই ফুটবল নিয়েও প্রচন্ড সিরিয়াস ছিল বিরাট। ”
ছোটবেলার কোচের কথাতেই স্পষ্ট, ক্রিকেট বা ফুটবল শুধু নয়। বিরাট যেন ছোট থেকেই আদর্শ একজন স্পোর্টসম্যান। অতীতে ভারতীয় ক্রিকেটে দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ক ধোনিও মেতে উঠতেন ফুটবলে। ম্যাচের আগের অনুশীলন হোক কিংবা ম্যাচ শেষে ওয়ার্ম আপ। ধোনির ভারতের অন্দরে ফুটবল অনুশীলন চলত নিয়মিত ব্যবধানে।