নয়াদিল্লি: বিশ্বক্রিকেটে বিরাট কোহলি (Virat Kohli) বন্দিত। আর ক্রিকেটের সংজ্ঞাও পূর্ণ বিরাট কোহলিতেই। এ বার তা আরও একবার প্রমাণিত হল। কিং কোহলি এক মাত্র ক্রিকেটার হিসেবে বিখ্যাত ক্রীড়া ওয়েবসাইট পিউবিটি স্পোর্টসের সেরা ১০ জন ক্রীড়াবিদদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। লিওনেল মেসি, মহম্মদ আলির পাশে জায়গা দখল করে নিয়েছেন বিরাট। ভারত তথা এশিয়ার একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি। বর্তমানে বিরাট ব্যস্ত ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মেসি-মহম্মদ আলি-লেব্রনদের পাশে এ বার কিং কোহলি
পিউবিটি স্পোর্টসের সেরা ১০ জন ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি বছরে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিংবদন্তি বক্সার মহম্মদ আলি পিউবিটি স্পোর্টসের সেরা ১০ জন ক্রীড়াবিদদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন। সর্বকালের সেরা বাস্কেটবলের মাইকেল জর্ডন এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন। আর ৫-এ রয়েছেন বিরাট। বর্তমানে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে ব্যস্ত বিরাট কোহলি। টানা ৮ ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। ভারতীয় তারকা বিরাট কোহলি ৫ নভেম্বর নিজের জন্মদিনে ইডেনে দুরন্ত সেঞ্চুরি করেছেন। তার ফলে তিনি স্পর্শ করেছেন ওডিআইতে সচিন তেন্ডুলকরের করা ৪৯টি শতরানের রেকর্ড।
১০ সেরা ক্রীড়াবিদদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। ৭ নম্বরে মার্কিন পেশাদার বক্সার মাইক টাইসন, আটে কিংবদন্তি বাস্কেটবলার লেব্রন জেমস। পিউবিটি স্পোর্টসের সেরা ১০ ক্রীড়াবিদদের মধ্যে এক মাত্র মহিলা অ্যাথলিট হিসেবে জায়গা পেয়েছেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামস। তিনি জায়গা করে নিয়েছে ৯ নম্বরে। দশে রয়েছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস।