ICC ODI World Cup 2023: নেটে ব্যাট হাতে বুমরা-সিরাজ, ডাচদের বিরুদ্ধে কী পরিকল্পনা ভারতের?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 10, 2023 | 7:30 AM

Jasprit Bumrah-Mohammed Siraj: চলতি বিশ্বকাপে ভারতকে টেক্কা দিতে কার্যত ব্যর্থ অন্যান্য দলগুলি। ব্যাটিং, বোলিং সব দিকেই এগিয়ে রোহিত শর্মা বাহিনী। টানা আট ম্যাচেই দুরন্ত সাফল্য। ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে বেগ পেতে হচ্ছে দলগুলিকে। ইডেনের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর,এ বার ডাচদের মুখোমুখি হবে ভারত। আগামী ১২ নভেম্বর বেঙ্গালুরর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়রথ ধরে রাখার লক্ষ্যে নামবেন বিরাট কোহলিরা। তার আগে জোরকদমে চলছে অনুশীলন।

ICC ODI World Cup 2023: নেটে ব্যাট হাতে বুমরা-সিরাজ, ডাচদের বিরুদ্ধে কী পরিকল্পনা ভারতের?
অনুশীলনে বুমরা ও সিরাজ

Follow Us

নয়াদিল্লি:টানা আট ম্য়াচ জিতে সপ্তম স্বর্গে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে শীর্ষস্থান বজায় রেখেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। যদিও এই ম্যাচে হার বা জিতের উপর তেমন কিছু নির্ভর করছে না ভারতের। তবে কোনও ম্য়াচকেই হালকা ভাবে নিতে চাইছে না রোহিত শর্মারা। তাই রবিবারের ম্যাচের আগে জোরকদমে চলছে অনুশীলন। এ বার নেটে ব্যাট হাতে দেখা গেল জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে। তবে কি ডাচদের বিরুদ্ধে নতুন কোনও চমক আনতে চলেছে মেন ইন ব্লু? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

চলতি বিশ্বকাপে ভারতকে টেক্কা দিতে কার্যত ব্যর্থ অন্যান্য দলগুলি। ব্যাটিং, বোলিং সব দিকেই এগিয়ে রোহিত শর্মা বাহিনী। টানা আট ম্যাচেই দুরন্ত সাফল্য। ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে বেগ পেতে হচ্ছে দলগুলিকে। ইডেনের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর,এ বার ডাচদের মুখোমুখি হবে ভারত। আগামী ১২ নভেম্বর বেঙ্গালুরর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়রথ ধরে রাখার লক্ষ্যে নামবেন বিরাট কোহলিরা। তার আগে জোরকদমে চলছে অনুশীলন। এ বার বেঙ্গুলুরুতে দেখা গেল অন্য় ছবি। বুধবার নেটে ব্য়াটিং করতে দেখা গেল বুমরা ও সিরাজকে। বোঝাই যাচ্ছে কোনও দিক থেকে কোনও রকম খামতি রাখতে নারাজ ভারতীয় শিবির। এর আগে ম্যাচচলাকালীন চোট পাওয়ার কারণে হার্দিক পান্ডিয়ার জায়গায় বোলিং করেন চেজ মাস্টার কোহলি। বাইশ গজে আসলে শেষ কথা বলে কিছু নেই। প্রয়োজনে সব দিক সামাল দিতে হতে পারে। সে ভাবেই দলকে গড়ে পিঠে নিচ্ছে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

এ ছাড়া এর আগে বেশ কয়েকটি মেগা টুর্নামেন্টে ভারতকে ভুগিয়েছে দলের লোয়ার অর্ডার। যার মধ্যে অন্যতম হল২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল। তাই সব দিকেই  নজর দিচ্ছে ভারতীয় শিবির। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বুধবারের অনুশীলনে ছিলে না অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে ব্যাট হাতে গা ঘামাতে দেখা গিয়েছে শুভমন গিলকে। চার বার ব্যাটিং করেন গিল। বোঝাই যাচ্ছে ডাচদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের আরও একটু ঘষে মেজে নিচ্ছেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

Next Article