Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh-Virat Kohli: ভিডিয়ো: রিঙ্কুর থেকে ব্যাট ‘বাঁচাতে’ ইডেনে যা করলেন বিরাট…

Watch Video: সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আইপিএল শুরুর আগে বিরাট কোহলি ও রিঙ্কু সিংয়ের ইডেনে সাক্ষাতের ছবি। কোহলির এক ভিডিয়োও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কী রয়েছে সেখানে?

Rinku Singh-Virat Kohli: ভিডিয়ো: রিঙ্কুর থেকে ব্যাট 'বাঁচাতে' ইডেনে যা করলেন বিরাট...
Rinku Singh-Virat Kohli: ভিডিয়ো: রিঙ্কুর থেকে ব্যাট 'বাঁচাতে' ইডেনে যা করলেন বিরাট...Image Credit source: KKR X
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 7:12 PM

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে আইপিএলের (IPL) অনুশীলনে মগ্ন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধন। তার আগে ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছেন দুই দলের ক্রিকেটাররা। সেখানেই একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে একাধিক ক্রিকেটারকে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আইপিএল শুরুর আগে বিরাট ও রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ইডেনে সাক্ষাতের ছবি। কোহলির এক ভিডিয়োও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি মাঠ থেকে ২টি ব্যাট নিয়ে বেরোচ্ছেন। নেটিজ়েনদের দাবি রিঙ্কুর থেকে ব্যাট বাঁচাতেই এমন কাজ করেছেন বিরাট। সত্যিই কি তাই? ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9Bangla

গত আইপিএলে বিরাট কোহলিকে কাছে পেয়েই রিঙ্কু সিং ব্যাটের আবদার করেছিলেন। এক বার নয়, দু’বার কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন আলিগড়ের তারকা। নাইট তরুণের আবদার রেখেছিলেন বিরাট। এ বার ফের বিরাট, রিঙ্কু ও ব্যাট নিয়ে হচ্ছে আলোচনা। কারণ? আইপিএল চলে এসেছে। এ বারও কি তেমন কিছু আবদার কোহলির কাছে করেছেন রিঙ্কু? আপাতত তেমনটা জানা যায়নি। তবে নেটদুনিয়ায় কোহলির যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে নেটিজ়েনরা দাবি করেছেন, রিঙ্কুর জন্যই নিজের ব্যাট কার্যত হাতছাড়া করতে চাননি বিরাট।

এই খবরটিও পড়ুন

আগামিকাল আইপিএলের বোধন। তার আগে ইডেনে রিঙ্কুকে কাছে পেয়ে হাসিমুখে আলিঙ্গন করেন বিরাট। পিঠ চাপড়ে দেন তার। এরপর দেখা যায় কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানার সঙ্গে হাত মেলান বিরাট। সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে