IPL 2025: ভিডিয়ো: লক্ষ্য ‘জয়’পুর, রাহুল দ্রাবিড়ের সামনে নতজানু কিং কোহলি
Watch Video: রবিবার আইপিএলের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নামবে আরসিবি। ওই ম্যাচের আগে রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে পিঙ্ক আর্মির হেড কোচ রাহুল দ্রাবিড়কে সামনে দেখে হাসতে হাসতে এগিয়ে আসেন বিরাট কোহলি।

কলকাতা: ক্রিকেট তো অনেকেই খেলেন, ছাপ রাখতে পারেন কতজন? তালিকা সব সময় লম্বা হয় না। দেশের জার্সিতে টেস্টে একসঙ্গে খেলেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলা হয় দ্রাবিড়কে। তাঁর কেরিয়ারের শেষ টেস্টে কোহলি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শুধু সতীর্থ হিসেবে নয়, দ্রাবিড়কে পরবর্তীতে কোচ হিসেবেও পেয়েছেন কোহলি। ট্র্যাকে ফেরা যাক। একজনকে সতীর্থ-কোচ হিসেবে পাওয়া খুব সহজ নয়। কোহলি পেয়েছেন। আর রাহুল পেরেছেন। বিরাট-রাহুল একসঙ্গে টেস্টে খেলার পাশাপাশি আইপিএলে আরসিবিতে খেলেছেন। এখানেই শেষ নয়, এনসিএতে দ্রাবিড়কে পেয়েছিলেন বিরাট। এরপর এক সময়ের সিনিয়র সতীর্থকে কোহলি পেয়েছেন জাতীয় দলের হেড কোচ হিসেবে। এ বার আইপিএলের মঞ্চে দ্রাবিড়ের সঙ্গে দেখা কোহলির। তাঁকে দেখেই নতজানু হলেন কোহলি। তারপর কী হল?
রবিবার আইপিএলের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নামবে আরসিবি। ওই ম্যাচের আগে রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে পিঙ্ক আর্মির হেড কোচ রাহুল দ্রাবিড়কে সামনে দেখে হাসতে হাসতে এগিয়ে আসেন বিরাট কোহলি। আইপিএল শুরু হওয়ার আগে পায়ে চোট পেয়েছিলেন দ্রাবিড়। যে কারণে হুইলচেয়ারের সময় কাটছে দ্রাবিড়ের। রাজস্থানের অনুশীলন হোক বা ম্যাচ, সব সময় হুইলচেয়ারে হাজির দ্রাবিড়। নিজের টিমের প্লেয়ারদের পাশাপাশি আরও অন্য দলের ক্রিকেটারদের সঙ্গে মাঝে মাঝে দ্রাবিড়কে কথা বলতে দেখা যায়।
এ বার তেমনই আরসিবির বিরুদ্ধে নামার আগে বিরাটের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেল দ্রাবিড়কে। তাঁকে হুইলচেয়ারে বসে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে পড়েন কোহলি। তারপর তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন। হাসতে হাসতে কথা বলতে থাকেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে যাওয়ার মতো এই ভিডিয়ো নেটদুনিয়ায় ঘুরছে।
Whether you’re a young one or number 18, pehle toh Rahul bhai se hi milna hai 💗💗 pic.twitter.com/sfXARNYM4u
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2025
বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের এক স্পেশাল বন্ডিং রয়েছে। ২২ গজে মাঝে মাঝে তা যেমন ফুটে ওঠে, ২২ গজের বাইরেও তা দৃশ্যমান। গত বছর যখন টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিতেছিল, তারপর কোচ দ্রাবিড়ের হাতে ট্রফি তুলে দেন বিরাট। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটাররা গুরু দ্রাবিড়কে কাঁধে তুলে উল্লাস করতে থাকেন। সেই ছবি ভারতীয় ক্রিকেট প্রেমীরা আজও ভোলেননি, আগামীতেও ভুলবেন না।
