Virat Kohli: টি ২০-তেও অজিদের ত্রাস বিরাট, শীর্ষে কিং কোহলিই

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 17, 2022 | 2:58 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ তে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল। তিনি ১৩ ম্যাচে ৪৬৩ রান করেছেন। এর মধ্যে একটি শতরানের ইনিংসও রয়েছে।

Virat Kohli: টি ২০-তেও অজিদের ত্রাস বিরাট, শীর্ষে কিং কোহলিই
Image Credit source: PTI

Follow Us

কলকাতা : ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে সবচেয়ে বেশি রান কার? গত তিন বছর যার ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সেই বিরাট কোহলিরই (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ তে একমাত্র ব্যাটার হিসেবে ৫০০-র উপর রান করেছেন কিং কোহলি। তালিকায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম রয়েছেন পঞ্চম স্থানে। শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি ২০ সিরিজ। মঙ্গলবার মোহালিতে প্রথম টি ২০। এশিয়া কাপে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। দুটি অর্ধশতরান করেছেন। বহু প্রতিক্ষীত শতরান এসেছে এশিয়া কাপে। ১০২০ দিন পর, এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ১২২ রানের অপরাজিত ইনিংসে শতরানের খরা কাটিয়েছেন বিরাট।

এ বার টি ২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এই টি ২০ সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিও। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিন ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে। নজরে আপাতত অজিরা। বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন এই সিরিজেও অস্ট্রেলিয়ার ত্রাস হয়ে উঠতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টি ২০ খেলেছেন বিরাট। ১৮ ইনিংসে তাঁর রান ৭১৮। এর মধ্যে ৭টি অর্ধশতরানের ইনিংস রয়েছে। ব্যাটিং গড় প্রায় ৬০। সর্বাধিক স্কোর ৯০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ তে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল। তিনি ১৩ ম্যাচে ৪৬৩ রান করেছেন। এর মধ্যে একটি শতরানের ইনিংসও রয়েছে।

অজিদের বিরুদ্ধে টি ২০-তে রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। ১৪ ম্যাচে ৪২০ রান করেছেন গেইল। এরপর ইংল্যান্ড সাদা বলের অধিনায়ক জস বাটলার। ১২ ম্যাচে অজিদের বিরুদ্ধে বাটলার করেছেন ৩৯২ রান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম পঞ্চম স্থানে থাকলেও ব্যাটিং গড় খুবই ভালো। ৮ ম্যাচে প্রায় ৬৪ গড়ে ৩৮৩ রান করেছেন বাবর। এশিয়া কাপে একেবারেই ছন্দে ছিলেন না বাবর। দল ফাইনাল খেললেও ৬ ম্যাচে পাকিস্তান অধিনায়কের রান মাত্র ৬৮।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ ফরম্যাটে সবচেয়ে রান সংগ্রাহকের তালিকা

বিরাট কোহলি- ১৯ ম্যাচ, ৭১৮ রান

মার্টিন গাপ্টিল- ১৩ ম্যাচ, ৪৬৩ রান

ক্রিস গেইল- ১৪ ম্যাচ, ৪২০ রান

জস বাটলার- ১২ ম্যাচ, ৩৯২ রান

বাবর আজম- ৮ ম্যাচ, ৩৮৩ রান

Next Article