Virat Kohli: বিরাট ব্যর্থতা কোহলির, বিশ্বসেরা দলের অধিনায়ক রোহিত
ICC Men’s T20I Team of the Year for 2024: যে বিশ্বসেরা টি-২০ দল ঘোষণা করা হয়েছে, তাতে প্রত্যাশামতো সেই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রসঙ্গত, টেস্ট ও ওয়ানডে বিশ্বসেরা টিমে জায়গা পাননি রোহিত।
কলকাতা: সময়টা সত্যিই খারাপ যাচ্ছে! অফ স্টাম্পের বাইরের বল বার বার ছোবল মারছে ব্যাটে। তাঁকে ড্রেসিংরুমে ফেরানোর জন্য খুব বেশি বুদ্ধি খরচ করতে হচ্ছে না। স্রেফ অফ স্টাম্পের বাইরে বলটা রাখলেই হল। অস্ট্রেলিয়া সফরে পারথ ছাড়া একটা ইনিংসেও স্বমহিমায় দেখা যায়নি। এ হেন বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চিন্তা থাকারই কথা। রাজার গদি যখন টলমল, তখন একে একে উঠে আসছেন নতুন নায়করা। সাম্প্রতিক কালে যা হয়নি, তাই এ বার হল। আইসিসির বর্ষসেরা কোনও টিমেই সুযোগ পেলেন না বিরাট!
গতকাল ঘোষণা করা হয়েছিল আইসিসির বর্ষসেরা পুরুষদের টেস্ট ও ওয়ান ডে টিম। তাতে ঠাঁই মেলেনি বিরাটের। এ বার টি-টোয়েন্টির বিশ্বসেরা দলে নেই বিরাট কোহলি। শেষ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন। সেই দলের অন্যতম সদস্য বিরাট। টিমকে ট্রফি জেতানোর ক্ষেত্রে অবদানও রেখেছেন। কিন্তু পড়তি ফর্ম তাঁকে বার বার বিব্রত করছে। টি-২০ বিশ্বকাপের পর থেকে সে ভাবে রানে দেখা যায়নি কিং কোহলিকে। সেই কারণেই হয়তো আইসিসি বিশ্বসেরা দলে রাখল না বিরাটকে। অবশ্য এটাও মাথায় রাখতে হবে টি-২০ থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট।
এই খবরটিও পড়ুন
যে বিশ্বসেরা টি-২০ দল ঘোষণা করা হয়েছে, তাতে প্রত্যাশামতো সেই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রসঙ্গত, টেস্ট ও ওয়ানডে বিশ্বসেরা টিমে জায়গা পাননি রোহিত। টেস্টে যে পাবেন না, মোটামুটি জানাই ছিল। ওয়ানডে টিমে পাননি তার কারণ, ২০২৩-এ ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফর্ম্যাটে খুব বেশি ম্যাচও খেলেননি রোহিত। মুম্বইয়ের ক্রিকেটারও টি-২০ বিশ্বকাপ জিতে অবসর নিয়েছেন। যেহেতু এই সেরা একাদশ নির্বাচনের ক্ষেত্রে বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেই কারণেই রয়েছেন রোহিত। তবে শুধু রোহিত নন, এই বিশ্বসেরা টি-২০ টিমে ভারতের আরও তিন মুখ রয়েছেন। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। প্রসঙ্গত, বুমরাই একমাত্র ভারতীয় প্রতিনিধি যিনি, দুটো বিশ্বসেরা দলে সুযোগ পেয়েছেন। টেস্টের বিশ্বসেরা একাদশ তাঁকে ছাড়া হতে পারত না।
আইসিসির বিশ্বসেরা টি-২০ দলে দুটো খুব চমকপ্রদ বিষয় রয়েছে। এক, বিরাটেরই মতো তিন ফর্ম্যাটেই ফর্মে না থাকা বাবর আজম কিন্তু জায়গা পেয়েছেন। টি-২০ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন। কিন্তু পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। দুই, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার জায়গা পাননি বিশ্বসেরা একাদশে।
Congratulations to the elite players selected for the ICC Men’s T20I Team of the Year 2024 🙌 pic.twitter.com/VaPaV6m1bT
— ICC (@ICC) January 25, 2025