AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: আমার প্ল্যান ছিল… দিল্লির মাঠে রাহুলের সঙ্গে যা করতে চেয়েছিলেন বিরাট, শুনলে চমকে যাবেন

Watch Video: একে অপরের ঘরের ঢুকে দাদাগিরি যেন একেই বলে। কথা হচ্ছে বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে ঘিরে। শুরুটা করেছিলেন রাহুল। যার শেষটা করলেন কোহলি। কীভাবে?

IPL 2025: আমার প্ল্যান ছিল... দিল্লির মাঠে রাহুলের সঙ্গে যা করতে চেয়েছিলেন বিরাট, শুনলে চমকে যাবেন
IPL 2025: আমার প্ল্যান ছিল... দিল্লির মাঠে রাহুলের সঙ্গে যা করতে চেয়েছিলেন বিরাট, শুনলে চমকে যাবেনImage Credit: Pankaj Nangia/Getty Images
| Updated on: Apr 29, 2025 | 4:56 PM
Share

কলকাতা: একে অপরের ঘরের ঢুকে দাদাগিরি যেন একেই বলে। কথা হচ্ছে বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে ঘিরে। শুরুটা করেছিলেন রাহুল। যার শেষটা করলেন কোহলি। কীভাবে? পুরো বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে ১০ এপ্রিল চিন্নাস্বামীতে ম্যাচ জেতানো ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল সেলিব্রেশন করে বুঝিয়েছিলেন, এটা তাঁর ঘরের মাঠ। কারণ, রাহুল বেঙ্গালুরুর ছেলে। আরসিবি টিমের বিরুদ্ধে রাহুলের এই সেলিব্রেশনের পর নেটদুনিয়ায় আলোচনা হচ্ছিল অরুণ জেটলি স্টেডিয়ামে যেদিন বেঙ্গালুরু খেলবে, বিরাট সেদিন রাহুলের সেলিব্রেশনের পাল্টা জবাব দেবেন। এ বার কোহলি জানিয়েছেন, তিনি ঠিক কী পরিকল্পনা করেছিলেন। আর নিজের পরিকল্পনাতে কোহলি রেখেছিলেন রাহুলকেও।

আরসিবিকে তাদের ঘরের মাঠে হারানোর পর রাহুল নিজের সেলিব্রেশন নিয়ে জানিয়েছলেন যে, তিনি জনপ্রিয় সিনেমা ‘কান্তারা’ থেকে অনুপ্রাণিত হয়ে তেমনটা করেছিলেন। দিল্লির ঘরের মাঠে এরপর যেদিন ছিল আরসিবির ম্যাচ, সেই দিন গ্যালারিতে হাজির প্রচুর দর্শক নিয়ে এসেছিলেন বিরাটের জন্য পোস্টার। যাতে লেখা, ‘এই মাঠ আমার।’ সেই ম্যাচে ১৬৩ রানের টার্গেট তাড়ায় অবদান রাখেন বিরাট। করেন ৫১ রান। তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়লে হয়তো সেলিব্রেশন অন্যরকম হত।

ওই ম্যাচের শেষে দুই দলের কয়েকজন ক্রিকেটার কথা বলছিলেন। সেখানে ছিলেন করুণ নায়ার, লোকেশ রাহুল ও দেবদত্ত পাড়িক্কাল। এরপর সেখানে এগিয়ে আসেন বিরাট কোহলি। এরপর রাহুলের মতো মাটিতে গোল করার ইশারা করেন বিরাট। তারপর রাহুল বলেন, ‘আমি ওদের এটাই বলছিলাম যে, ভালো হয়েছে তুমি আউট হয়ে গিয়েছিলে।’ এরপর বিরাট বলেন, ‘জানো, আমি ভেবেছিলাম যে, ম্যাচ শেষ করব আর তারপর এই রকম সেলিব্রেশন করব। ঠিক তারপরই এসে তোমাকে জড়িয়ে ধরব। এরা তো জানে না যে মাঠের বাইরে কী হয়।’ অর্থাৎ কোহলির কথা থেকে পরিষ্কার, মাঠে যাই হোক না কেন, মাঠের বাইরে তাঁদের বন্ডিং অটুট।