Team India: বিরাট কোহলিকে ক্যাপ্টেন চাই, নতুন দাবি কোচ গৌতম গম্ভীরের!
ভারতের টেস্ট টিমে রোহিত শর্মা জায়গায় বিরাট কোহলিকে (Virat Kohli) ক্যাপ্টেন হিসেবে ফেরাতে চান ভারতের হেড কোচ। গুরু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এই প্রস্তাবে কিং কোহলি কী বলেছেন?

কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) হাত থেকে কি এ বার ফসকে যাবে ভারতের ক্যাপ্টেন্সির ব্যাটন? দিন দিন জোরাল হচ্ছে এই প্রশ্ন। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) পর রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর কথা বলেছে বোর্ড। এরই মাঝে এক শোরগোল ফেলা খবর প্রকাশ্যে। টেস্টে রোহিতের জায়গায় বিরাট কোহলিকে (Virat Kohli) ক্যাপ্টেন হিসেবে ফেরাতে চান ভারতের হেড কোচ। গুরু গম্ভীরের এই প্রস্তাবে কিং কোহলি কী বলেছেন?
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় টিম মেজর কোনও ট্রফি না জিতলেও বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছে। কোহলির ক্যাপ্টেন্সির সেই আগ্রাসনটাই টিমে ফেরাতে চাইছেন গৌতম গম্ভীর। myKhel এর এক রিপোর্ট অনুযায়ী, ভারতের টেস্ট টিমের অধিনায়ক হিসেবে ফেরার জন্য বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন গৌতম গম্ভীর। সূত্রের খবর অনুযায়ী, ‘কোচ গৌতম গম্ভীর চাইছে বিরাট কোহলি ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে ফিরুক। কিন্তু তিনি এখনও এ বিষয়ে অফিসিয়ালি কিছু বলেননি। বিরাটের আগ্রাসী নেতৃত্বে খেলার সময় ভারতীয় দল ভালো খেলেছে, বিশেষ করে বিদেশের পরিবেশে অতীতে ভালো পারফর্ম করেছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া টেস্ট ক্যাপ্টেন বদলের পথে কি হাঁটবে? সেই সম্ভবনার কথাই শোনা যাচ্ছে। বোর্ডের এক নিকট সূত্র বলেন, ‘নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার আগে দলের বিরাট কোহলির মতো একজন ক্যাপ্টেন প্রয়োজন। কারণ রোহিতের পর ভারতের টেস্ট ক্যাপ্টেন কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে অন্তর্বতীকালীন অধিনায়ক হিসেবে বিরাটই সবচেয়ে ভালো বিকল্প।’ উল্লেখ্য, ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব বিরাট নিতে চান কিনা, তা এখনও নিশ্চিত করেননি তিনি।
ওই রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, রোহিত শর্মার জায়গায় বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে ভারতের ক্যাপ্টেন্সি সামলেছিলেন জসপ্রীত বুমরা। তাঁকেও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের দাবিদার ভাবা হচ্ছিল। কিন্তু তাঁর ওয়ার্কলোড ম্যানেজের জন্য এই বড় দায়িত্ব তাঁকে নাও দেওয়া হতে পারে।
