Virat Kohli: কাশ্মীর থেকে কন্যাকুমারী কিং কোহলির দাপট জারি, অরেঞ্জ ক্যাপে বিরাট রেকর্ড
IPL 2024: ১৭তম আইপিএল ফাইনালের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অরেঞ্জ ক্যাপ জয়ীর নাম ঘোষণা হতেই চিপকের দর্শকরা আরসিবির সুপারস্টার বিরাট কোহলির নামে স্লোগান দিতে থাকেন। তাঁর অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার অরেঞ্জ ক্যাপের পুরস্কার নেন।
কলকাতা: ঝুলিতে ৭৪১ রান। বিরাট কোহলি ছাড়া আর কে পাবেন এ বারের আইপিএলের (IPL) অরেঞ্জ ক্যাপ? অন্য কারও পাওয়ার কথাও ছিল না। অন্য কেউ এই আইপিএল মরসুমের অরেঞ্জ ক্যাপ পেলেনও না। বিরাট কোহলিই (Virat Kohli) হলেন এ বারের অরেঞ্জ ক্যাপের মালিক। চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে ওঠেনি আরসিবি। চিপকে রবিবাসরীয় আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তৃতীয় বার আইপিএল ট্রফি এসেছে নাইট শিবিরে।
১৭তম আইপিএল ফাইনালের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অরেঞ্জ ক্যাপ জয়ীর নাম ঘোষণা হতেই চিপকের দর্শকরা বিরাট কোহলির নামে স্লোগান দিতে থাকেন। তাঁর অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার অরেঞ্জ ক্যাপের পুরস্কার নেন। একইসঙ্গে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পান বিরাট কোহলি। এই নিয়ে ১৭ বছরের আইপিএল কেরিয়ারে দ্বিতীয় বার অরেঞ্জ ক্যাপের পুরস্কার জিতলেন বিরাট কোহলি। কোনও ভারতীয় ক্রিকেটার এর আগে দু’বার আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতেননি।
A dominating season of 7️⃣4️⃣1️⃣ runs with the bat in 1️⃣5️⃣ matches 😎❤️
The Orange Cap award for the season belongs to none other than Virat Kohli 👑#TATAIPL | #TheFinalCall | @imVkohli | @RCBTweets pic.twitter.com/ZbR3rIy04u
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
1st Player to win orange cap in two different decades 🐐
Incredible Reception and continuous RCB RCB chants in Chennai 👏🏻👏🏻pic.twitter.com/XDeqs0vNtT
— Gaurav (@Melbourne__82) May 26, 2024
আইপিএলের ১৭তম সংস্করণ সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ যেমন পেয়েছেন বিরাট কোহলি, তেমনই সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন হর্ষল প্যাটেল। তিনি ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। এ বছরের এমার্জিং প্লেয়ারের পুরস্কার পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ কুমার রেড্ডি। এ বছরের আইপিএলে ছক্কার এক রেকর্ড হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক মরসুমে সবচেয়ে বেশি ছয় (১২৬০টি ছয়) মারার রেকর্ড হয়েছে এ বছর।
It’s Harshal Patel who receives the Purple Cap award! 🥳
A wonderful season with the ball bagging 2️⃣4️⃣ scalps from 1️⃣4️⃣ matches 🫡#TATAIPL | #Final | #TheFinalCall | @PunjabKingsIPL pic.twitter.com/hGvh6sXgQt
— IndianPremierLeague (@IPL) May 26, 2024