Virat Kohli Shubman Gill : উজ্জ্বল ধ্রুবতারা, যাঁর ব্যাটে স্বপ্নভঙ্গ তাঁকেই ‘স্টার’ অ্যাখ্যা দিলেন বিরাট

GT vs MI, IPL 2023 : বিরাট কোহলির পরবর্তী তারকা হিসেবে গিলকেই ধরে নিয়েছেন দেশবাসী। গোটা দেশের স্বপ্ন তাঁকে নিয়ে। সমর্থকদের আশা আইপিএলের মঞ্চ থেকে যে জাদু ছড়িয়েছেন তা পৌঁছে যাবে জাতীয় দল পর্যন্ত।

Virat Kohli Shubman Gill : উজ্জ্বল ধ্রুবতারা, যাঁর ব্যাটে স্বপ্নভঙ্গ তাঁকেই 'স্টার' অ্যাখ্যা দিলেন বিরাট
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2023 | 10:30 AM

কলকাতা: সেদিন শুভমন গিলের (Shubman Gill) ব্যাট চওড়া না হলে ফলাফল অন্যরকম হতেই পার। গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচে বিরাটদের জিততেই হত। কোহলি আইপিএলের রেকর্ড সপ্তম সেঞ্চুরি হাঁকালেন। তার পাল্টা শতরান হাঁকিয়ে গুজরাটকে জিতিয়ে দেন শুভমন। আরও একটা আইপিএল থেকে খালি হাতে ফেরার হতাশা লুকোতে পারেননি কোহলি (Virat Kohli)। আপাতত বিরাট লন্ডনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে মগ্ন। এসবের মাঝেও শুভমন গিলকে এড়িয়ে যেতে পারলেন না। যাঁকে নিয়ে এত হইচই। গিলের ব্যাটে বিরাট স্বপ্ন চুরমার হলেও অনুজের প্রশংসা করতে ভোলেননি (IPL 2023)। ভারতীয় ক্রিকেটের যুবরাজের ১২৯ রানের দুরন্ত ইনিসকে ব্যাখ্যা করলেন একটি ইমোজি দিয়ে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিরাট কোহলির পরবর্তী তারকা হিসেবে গিলকেই ধরে নিয়েছেন দেশবাসী। গোটা দেশের স্বপ্ন তাঁকে নিয়ে। সমর্থকদের আশা আইপিএলের মঞ্চ থেকে যে জাদু ছড়িয়েছেন তা পৌঁছে যাবে জাতীয় দল পর্যন্ত। শুধু সাধারণ সমর্থকরাই নন, প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররাও গিলকে ঘিরে স্বপ্ন দেখছেন। কোহলি ছাড়াও নীতীশ রানা, যুবরাজ সিং, বীরেন্দ্র সেওয়াগ, ঋষভ পন্থ- শুভমনের প্রশংসায় পঞ্চমুখ সকলে। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেঞ্চুরির পর ৪৯ বলে অনবদ্য সেঞ্চুরির পর অভিভাদন জানানোর ভঙ্গিতে একটু ঝুঁকে ট্রেডমার্ক সেলিব্রেশন করেন। সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ক্যাপশনে একটি সোনালি তারার ইমোজি দিয়েছে বিরাট। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রকে এভাবেই ব্যাখ্যা করেছেন তিনি। কেকেআর ক্যাপ্টেন নীতীশ রানা লিখেছেন, “G.O.A.T কেমন দেখতে হয় একটু দেখে নিন।” সঙ্গে স্যালুটের ইমোজি। গিলকে ট্যাগ করে ঋষভ পন্থ লিখলেন, “ক্লাস বাবা”।

Virat insta story about Gill

বিরাট কোহলি ও ঋষভ পন্থের ইনস্টা স্টোরি

ক্রিকেট যতটা সুন্দর, ততটাই নিষ্ঠুর। মুম্বই ইন্ডিয়ান্স শিবির খুব ভালোমতো উপলব্ধি করতে পারছে। গ্রুপ লিগে শেষ ম্যাচ জিতেও প্লে-অফ নিশ্চিত ছিল না মুম্বইয়ের। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরসিবির হারে প্লে-অফ নিশ্চিত হয় রোহিতদের। শতরানের ইনিংস খেলেছিলেন শুভমন। তাঁর ব্যাটেই ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। শুভমন ছাড়াও পাওয়ার প্লে-তে মহম্মদ সামির জোড়া উইকেট, মোহিত শর্মার বল হাতে ‘ফিনিশিং’ টাচ, সবই গুজরাটের জয়ে অবদান রেখেছে। তবে আকর্ষণের ভরকেন্দ্রে শুভমনই। এ বারের আইপিএলে তৃতীয় শতরান। এখনও ফাইনাল বাকি!