AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: এত সহজে বলা যায়? মঞ্জরেকরকে ধুয়ে দিলেন বিরাটের দাদা বিকাশ!

RCB, IPL 2025: ১০ ম্যাচে ৭টি জয়ের পর বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। এ মরসুমে বিরাটের দল এখনও ৩টে ম্যাচ হেরেছে। বিরাট এ বার বেশ ছন্দেই রয়েছেন। তা সত্ত্বেও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর টিপ্পনি করতে ছাড়েননি। এ বার তাই চুপ থাকলেন না বিরাটের দাদা।

Virat Kohli: এত সহজে বলা যায়? মঞ্জরেকরকে ধুয়ে দিলেন বিরাটের দাদা বিকাশ!
এত সহজে বলা যায়? মঞ্জরেকরকে ধুয়ে দিলেন বিরাটের দাদা বিকাশ!Image Credit: X
| Updated on: Apr 30, 2025 | 2:39 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে বিশ্ব ক্রিকেটের আইকন বললেও কিছু ভুল বলা হবে না। কিং কোহলির জনপ্রিয়তা বিশ্বব্যপী। বর্তমানে বিরাট ব্যস্ত আইপিএলে (IPL)। এই মুহূর্তে ১৮তম আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে আরসিবি (RCB)। ১০ ম্যাচে ৭টি জয়ের পর বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। এ মরসুমে বিরাটের দল এখনও ৩টে ম্যাচ হেরেছে। বিরাট এ বার বেশ ছন্দেই রয়েছেন। তা সত্ত্বেও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর টিপ্পনি করতে ছাড়েননি। এ বার তাঁকেই কড়া জবাব বিরাটের দাদা বিকাশ কোহলির।

এ বারের আইপিএল চলাকালীন সঞ্জয় মঞ্জরেকর একাধিকবার দাবি করেছেন যে, কোহলি আর নাকি টপ ক্লাস ব্যাটার নন। এমনকি মুম্বই-বেঙ্গালুরুর ম্যাচের পর তিনি বলেন, ‘বিরাট বনাম বুমরা আর বেস্ট বনাম বেস্ট নয়।’ শুধু তাই নয়, তাঁর মতে এ বারের আইপিএলের সেরা ১০ ক্রিকেটারের তালিকাতেও তিনি বিরাটকে রাখছেন না। অথচ চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় দুইয়ে বিরাট। ১০ ম্যাচে ৪৪৩ রান করেছেন কোহলি। সেখানে সঞ্জয় মঞ্জরেকরের করা মন্তব্য বিরাটের দাদা মোটেও ভালোভাবে নিতে পারেননি।

ক্ষোভ অবশ্য বিকাশ পুষে রাখেননি। নিজের Threads হ্যান্ডেলে সঞ্জয় মঞ্জরেকরের জন্য বিকাশ লেখেন, ‘মিস্টার সঞ্জয় মঞ্জরেকর কেরিয়ার ওডিআই স্ট্রাইকরেট : ৬৪.৩১। ২০০ উপরে স্ট্রাইকরেট নিয়ে কথা বলা সহজ।’ বিকাশের এই পোস্ট থেকেই পরিষ্কার ভাইকে নিয়ে কোনও রকম খারাপ কথা শুনতে নারাজ বিকাশ। নেটিজ়েনরাও সঞ্জয় মঞ্জরেকরের ওই মন্তব্যে চটেছিলেন। তাঁদের মতে বিকাশ তাঁকে যোগ্য জবাব দিয়েছেন।

vikas kohli post

বিরাট কোহলির দাদা বিকাশ কোহলির এই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল। (ছবি-এক্স হ্যান্ডেল)