IPL 2024: বছর কুড়ির মনীত থেকে অরেঞ্জ আর্মিতে খেলা বিভ্রান্ত, আইপিএল নিলামে নজরে ভূস্বর্গের ৯ ক্রিকেটার
মরুশহরে মঙ্গলবার আইপিএলের মিনি নিলাম (IPL 2024 Auction)। ৩৩৩ জন ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা হতে চলেছে। এই ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে রয়েছে ভূস্বর্গের ৯জন ক্রিকেটারও। তাঁদের মধ্যে ৪জন ক্রিকেটার অলরাউন্ডার। আর বাকি ৫জন ক্রিকেটার বোলার। নিলাম তালিকায় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তারুণ্যের জয়গান দেখা গিয়েছে।

IPL 2024: বছর কুড়ির মনীত থেকে অরেঞ্জ আর্মিতে খেলা বিভ্রান্ত, আইপিএল নিলামে নজরে ভূস্বর্গের ৯ ক্রিকেটার
নয়দিল্লি: মরুশহরে মঙ্গলবার আইপিএলের মিনি নিলাম (IPL 2024 Auction)। ৩৩৩ জন ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা হতে চলেছে। এই ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে রয়েছে ভূস্বর্গের ৯জন ক্রিকেটারও। তাঁদের মধ্যে ৪জন ক্রিকেটার অলরাউন্ডার। আর বাকি ৫জন ক্রিকেটার বোলার। নিলাম তালিকায় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তারুণ্যের জয়গান দেখা গিয়েছে। বছর কুড়ির মনীত থেকে শুরু করে রয়েছেন আইপিএলে খেলার অভিজ্ঞতা প্রাপ্ত বিভ্রান্ত শর্মা।
এক ঝলকে দেখে নিন আইপিএল নিলামে নজরে ভূস্বর্গের যে ৯ ক্রিকেটার —
- বিভ্রান্ত শর্মা (Vivrant Sharma) – এই নামটার সঙ্গে ক্রিকেট প্রেমীদের পরিচয় রয়েছে। একেবারে নতুন মুখ নয়। অতীতে জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার বিভ্রান্ত শর্মা আইপিএলে খেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে তাঁকে ২০২৩ সালের আইপিএলে ৩টি ম্যাচ খেলতে দেখা গিয়েছে। এ বারের নিলামে তাঁর নাম রয়েছে। ২৪ বছর বয়সী এই আনক্যাপড ক্রিকেটারের আইপিএল-২০২৪ এর নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
- রাসিখ সালাম দার (Rasikh Dar) – ভূস্বর্গের তরুণ বোলার রাসিখ সালাম দার অতীতে আইপিএলে খেলেছেন। ২০১৯ সালে একটি এবং ২০২২ সালের আইপিএলে রাসিখ দু’টি ম্যাচ খেলেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স এবং কেকেআরের জার্সিতে রাসিখ খেলার সুযোগ পেয়েছিলেন। এ বারের নিলামে তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
- নাসির লোন (Nasir Lone) – জম্মু ও কাশ্মীরের ২৬ বছর বয়সী নাসির লোন আসন্ন আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষা করার সুযোগ পাবেন। ভূস্বর্গের এই অলরাউন্ডার অতীতে আইপিএলে খেলেননি। তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
- আবিদ মুস্তাক (Abid Mushtaq) – ২৭ বছর বয়সী আবিদ মুস্তাকের নাম রয়েছে আসন্ন আইপিএলের নিলাম তালিকায়। জম্মু ও কাশ্মীরের এই অলরাউন্ডার এর আগে কখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেননি। তিনি নিলামে বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ টাকা।
- শুভম সিং পুন্ডির (Shubham Singh Pundir) – জম্মু ও কাশ্মীরের ২৫ বছর বয়সী অলরাউন্ডার শুভম সিং পুন্ডির দুবাইতে হতে চলা আইপিএল নিলামে বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ টাকা। এর আগে তিনি কখনও আইপিএলে খেলেননি।
- বসিত বাসির (Basit Bashir) – জম্মু ও কাশ্মীরের তরুণ বোলার বসিত বাসিরের নাম সিলেক্ট হয়েছে আইপিএল নিলামের জন্য। তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা। ২১ বছর বয়সী এই বাঁ হাতি জোরে বোলার দল পান কিনা সেটাই দেখার।
- ওয়াসিম বাসির (Waseem Bashir) – ২৪ বছর বয়সী ডান হাতি বোলার ওয়াসিম বাসিরের নাম রয়েছে আইপিএল-২০২৪ এর মিনি নিলামে। তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
- মনীত সিং (Manit Singh) – ২০ বছর বয়সী জম্মু ও কাশ্মীরের বোলার মনীত সিংয়ের ভাগ্য পরীক্ষা হবে আইপিএল-২০২৪ নিলামে। তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
- মুজতবা ইউসুফ (Mujtaba Yousuf) – জম্মু ও কাশ্মীরের একাধিক তরুণ ক্রিকেটারের মধ্যে নিলামে থাকবেন ২১ বছরের বোলার মুজতবা ইউসুফও। তিনি অতীতে আইপিএলে খেলেননি। তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

আপনার প্রেমিকের জীবনে কি একাধিক মহিলা আছেন? বলে দেবে তাঁর শরীরের কোথায় আছে তিল

৮ ঘন্টা ঘুম কেন জরুরি? নাহলে কী ক্ষতি হয় জানেন?

আপনার আধার কার্ড কেউ অপব্যবহার করছে না তো? কী ভাবে বুঝবেন?

মোবাইল ফোন কখন ব্যবহার করা অনুচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...

পৃথিবী ধ্বংস হবে কীভাবে? প্রেমানন্দ মহারাজ বললেন...

আজ প্রেমিকার সঙ্গে কোন রঙের পোশাক পরে বেরোলে ফেলতে পারবে না আপনার কথা?