IND vs NZ: পছন্দের রেস্তোরাঁয় যাওয়া বন্ধ করে দেবেন! কেন এমন বলছেন সুন্দর?

Washington Sundar: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান করলেন ওয়াশিংটন। নিজের ব্য়াটিং প্রসঙ্গে বলছেন, 'ক্রিকেট কেরিয়ারে শুরুর দিকে ওপরের দিকে ব্যাট করতাম। পরে দিকে নীচে ব্যাট করি। বিশেষত, আইপিএলে খেলা থেকে। সব কিছুর জন্যই প্র্যাক্টিস প্রয়োজন। পরিশ্রম করলে ফল পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।'

IND vs NZ: পছন্দের রেস্তোরাঁয় যাওয়া বন্ধ করে দেবেন! কেন এমন বলছেন সুন্দর?
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2023 | 1:28 AM

রাঁচি: উল্টোদিকে কেউ একজন থাকলে…। মনে মনে এমনটাই হয়তো ভাবছেন ওয়াশিংটন সুন্দর। লক্ষ্য ছিল ১৭৭। পিচের চরিত্র দেখে ভাবেননি নিউজিল্যান্ড এত বড় লক্ষ্য দেবে। ধারনা ছিল ১৫০-১৫৫ স্কোর হবে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৪৯-৬। শেষ ওভারে ২৭ রান তোলে তারা। বলা ভালো ড্যারেল মিচেল। অর্শদীপ সিংয়ের এই ওভারই কি টার্নিং পয়েন্ট! ম্যাচে এমন বেশ কয়েকটা পরিস্থিতিই তৈরি হয়েছে যেগুলোকে টার্নিং পয়েন্ট বলা যায়। তবে ড্যারেল মিচেলের ৩০ বলে ৫৯ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে, এমনটাই বলছেন ওয়াশিংটন সুন্দর। ঠিক একই রকম ইনিংস খেলতে চেয়েছিলেন তিনিও। অর্ধশতরান করলেও সঙ্গীর অভাবে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিলেন ওয়াশিংটন। সঙ্গে উঠে এল ‘বিরিয়ানি’ প্রসঙ্গও। বিস্তারিত TV9Bangla-য়।

নিউজিল্যান্ড বড় লক্ষ্য দিলেও ভারতের ব্যাটিং বিপর্যয় হারের প্রথম কারণ। ১৭৭ রান তাড়া করতে নেমে ৩.১ ওভারে টপ থ্রি ব্য়াটার আউট। সূর্য-হার্দিকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। সবচেয়ে বড় কথা, নিউজিল্য়ান্ড স্পিনাররা পিচকে খুব ভালো ভাবে ব্য়বহার করলেন। এর জন্য কৃতিত্ব প্রাপ্য নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্য়ান্টনারের। তিনি নিজে বাঁ হাতি স্পিনার এবং অনবদ্য বোলিং করেছেন। ওয়াশিংটন বলছেন, ‘পিচে স্পিনারদের জন্য সুবিধা ছিল। বল টার্ন করছিল। তবে এটাই হারের কারণ নয়। ব্যাটিংয়ে আমাদের শুরুটা ভালো হলে ম্যাচের পরিস্থিতি অন্য হত। এরকম পিচ অনেক ভেনুতেই রয়েছে। জাতীয় দল হোক বা আইপিএল, এমন পিচে খেলার অভিজ্ঞতা সকলেরই রয়েছে। একটা বড় ইনিংস এলেই কাজটা সহজ হয়ে যেত। ড্যারেল মিচেলের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা ভেবেছিলাম, ১৫০-১৫৫ স্কোর হবে। আমাদেরও ১০ ওভার স্পিন হয়েছে। যেটা বললাম, ১৫০-১৫৫ ঠিকঠাক স্কোর হত এখানে। ড্যারেলের ইনিংসটাই পার্থক্য গড়ে দিল। ও শেষ অবধি ব্যাট করেছে, হাফসেঞ্চুরি এবং লাস্ট ওভারে অনেক বেশি রান করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন পরিস্থিতি আসে। কখনও হয়তো ২-৩ ওভার সে ভাবে রান হয় না, আবার কখনও ১ ওভারেই অনেক বেশি রান ওঠে। এমন বড় ওভার টি-টোয়েন্টি ক্রিকেটে হতেই পারে। চিন্তা করবেন না, আমরা ঘুরে দাঁড়াবো, আরও ভালো ভাবে জিতব।’

এরই মাঝে প্রশ্ন এল ভারতীয় ব্যাটিং লাইন আপে কি পরিবর্তন দরকার? বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা এমন প্রশ্নে অনেক সময়ই ‘মজার’ রিপ্লাই দিয়েছেন। কখনও বা বিদ্রুপ, আবার পাল্টা প্রশ্নও করেছেন। তরুণ অলরাউন্ডার ওয়াশিংটনও প্রশ্ন কর্তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি কি মনে করেন পরিবর্তন দরকার? এরপর যোগ করলেন, ‘সবাই রান করছে। একটা ম্যাচে হারে সব কিছু পরিবর্তন করে দিতে হবে? আপনি যদি পছন্দের রেস্তোরাঁয় গিয়ে এক দিন বিরিয়ানি না পান, আপনি কি সেখানে যাওয়া বন্ধ করে দেবেন? এটা খেলা। একটা ম্যাচে এমন হতেই পারে। সকলেই ভালো পারফর্ম করে আসছে। নিউজিল্যান্ডও তো রায়পুরে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। তাই না? ধৈর্য ধরতে হবে। আমরা প্রতিটা ভুল থেকে শিক্ষা নিচ্ছি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান করলেন ওয়াশিংটন। নিজের ব্য়াটিং প্রসঙ্গে বলছেন, ‘ক্রিকেট কেরিয়ারে শুরুর দিকে ওপরের দিকে ব্যাট করতাম। পরে দিকে নীচে ব্যাট করি। বিশেষত, আইপিএলে খেলা থেকে। সব কিছুর জন্যই প্র্যাক্টিস প্রয়োজন। পরিশ্রম করলে ফল পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।’