IPL 2021: একনজরে দেখুন আইপিএলের জন্য জিও-এয়ারটেল-ভিআইয়ের বিশেষ বিশেষ অফার
IPL 2021 Special Offer: আইপিএলের (IPL) সঙ্গে যাতে আরও বেশি করে ভারতীয় দর্শকরা জুড়ে থাকতে পারেন তার জন্য একগুচ্ছ বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভিআই (VI) (ভোডাফোন আইডিয়া)।
কলকাতা: আইপিএল (IPL) মানে শুধু ছয়-চারের বন্যা নয়। আইপিএল সারা দেশের বানিজ্যিক সমীকরণ পাল্টে দিয়েছে। যখন আইপিএল চলে তখন বিভিন্ন জায়গায় নান অফার দেখা যায়। সে কোনও ফুড ডেলিভারি অ্যাপে ছাড় হোক বা টেলিকম সংস্থায় বিশেষ অফার। যেমন- আইপিএল চলাকালীন অনলাইনে খাবার ডেলিভারির পরিষেবা দেওয়া বিভিন্ন সংস্থা আইপিএল২০%, আইপিএল৫০% এই ধরণের কোড চালু করে। যা ব্যবহার করে খাবার অর্ডার দিলে ছাড় পান ক্রেতারা। তেমনই ভারতের টেলিকম সংস্থাগুলি আইপিএলের মরসুমে একগুচ্ছ বিশেষ অফার নিয়ে হাজির। সংযুক্ত আবর আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় মরসুম শুরু হচ্ছে আগামীকাল থেকে। মরুশহরে আইপিএল ঝড় দেখার জন্য মুখিয়ে রয়েছে আইপিএলপ্রেমীরা।
আইপিএলের সঙ্গে যাতে আরও বেশি করে ভারতীয় দর্শকরা জুড়ে থাকতে পারেন তার জন্য একগুচ্ছ বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভিআই (VI) (ভোডাফোন আইডিয়া)। তারা বেশ কয়েকটি অফার রেখেছে যাতে ডিজনি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) সাবস্ক্রিপশন পাওয়া যাবে এক্কেবারে বিনামূল্যে।
রিলায়েন্স জিও দিচ্ছে স্পেশাল জিও ক্রিকেট প্যাক। এক নজরে দেখে নিন রিলায়েন্স জিওর প্রিপেইড গ্রাহকদের জন্য কী কী স্পেশাল প্যাক রয়েছে।
৪০১ টাকার জিও রিচার্জ প্ল্যান-
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. যার মেয়াদ ২৮ দিন ৩. ৩ জিবি ডেটা/ দিন + ৬ জিবি অতিরিক্ত ডেটা ৪. ফ্রি ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
৫৯৮ টাকার জিও রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ৫৬ দিনের মেয়াদ ৩. ১১২ জিবি ডেটা ৪. ফ্রি ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
২৫৯৯ টাকার জিও রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ৩৬৫ দিনের বৈধতা ৩. ২ জিবি ডেটা/ দিন + ১০ জিবি অতিরিক্ত ডেটা ৪. ফ্রি ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
৪৯৯ টাকার জিও অ্যাড-অন রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ৮৪ জিবি ডেটা (১.৫ জিবি/ দিন) ৩. ৫৬ দিনের মেয়াদ
৬১২ টাকার জিও অ্যাড-অন রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ৭২ জিবি পর্যন্ত ডেটা ৩. ৬,০০০ মিনিট নন-জিও কল ৪. প্রাথমিক প্যাকের মেয়াদ পর্যন্ত স্থায়ী হয়
১০০৪ টাকার জিও অ্যাড-অন রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. বৈধতা ১২০ দিন ৩. ২০০ জিবি ডেটা
১২০৬ টাকার জিও অ্যাড-অন রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. বৈধতা ১৮০ দিন ৩. ২৪০ জিবি ডেটা
১২০৮ টাকার জিও অ্যাড-অন রিচার্জ প্ল্যান –
১.ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. মেয়াদ ২৪০ দিন ৩. ২৪০ জিবি ডেটা
এক নজরে দেখে নিন এয়ারটেলের প্রিপেইড গ্রাহকদের জন্য কী কী স্পেশাল প্যাক রয়েছে।
এয়ারটেল ৪০১ টাকার রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ২৮ দিনের মেয়াদ ৩. ৩ জিবি ডেটা/ দিন
এয়ারটেল ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ২৮ দিনের মেয়াদ ৩. ৩ জিবি ডেটা/ দিন ৪. সীমাহীন ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
এয়ারটেল ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ২৮ দিনের মেয়াদ ৩. ৩ জিবি ডেটা/ দিন ৪. সীমাহীন ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
এয়ারটেল ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান –
১.ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ৫৬ দিনের মেয়াদ ৩. ২ জিবি ডেটা/ দিন ৪. সীমাহীন ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
এয়ারটেল ২৬৯৮ টাকার রিচার্জ প্ল্যান –
১. ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ২. ৩৬৫ দিনের বৈধতা ৩. ২ জিবি ডেটা/ দিন ৪. সীমাহীন ভয়েস কলিং ৫. প্রতিদিন ১০০ টি এসএমএস
ভোডাফোন ও আইডিয়া একসঙ্গে যুক্ত হয়ে ভিআই নামে পরিষেবা চালু করেছে। ভিআই আইপিএলের সহ-স্পনসরসিপও। ভিআই তাদের গ্রাহকদের জন্য চারটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। ভিআই এক বছরের বিনামূল্যে হটস্টার ভিআইপি মেম্বাপশিপের সাথে এই নতুন রিচার্জ প্যাকগুলি চালু করার জন্য ডিজনি প্লাস হটস্টারের সাথে কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে।
কীভাবে ভিআই গ্রাহকরা আইপিএল-২০২১ এর লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন?
১) ৪০১ টাকার রিচার্জ প্ল্যান- আনলিমিটেড কল, ১০০ জিবি ৪জি ডেটা এবং ১৬ জিবি অতিরিক্ত ডেটা। ২৮ দিনের বৈধতা। দৈনিক ব্যবহারের সীমা ৩জিবি সীমাবদ্ধ।
২) ৬০১ টাকার প্রিপেইড প্ল্যান- ২০০ জিবি ৪ডি ডেটা। দৈনিক ব্যবহারের সীমা ৩ জিবিতে সীমাবদ্ধ। অতিরিক্ত ৩২ জিবি ডেটা। প্ল্যানটির মেয়াদ ৫৬ দিন।
৩) ৫০১ টাকার প্রিপেইড প্ল্যান- ৭৫ জিবি ৪জি ডেটা এবং ডেটা ব্যবহারের কোন সীমা নেই। কিন্তু এখানে কোন আনলিমিটেড ফ্রি কল নেই। প্ল্যানটির মেয়াদ ৫৬ দিন।
৪) ৮০১ টাকার প্রিপেইড প্ল্যান- ৩০০ জিবি ৪জি ডেটা। অতিরিক্ত ৪৮ জিবি ডেটা। প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন। দৈনিক ব্যবহারের সীমা ৩ জিবিতে সীমাবদ্ধ।
আইপিএল তো দর্শকরা উপভোগ করবেনই। তার পরই রয়েছে কুড়ি-বিশের মহাযুদ্ধ। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে হঠাৎ করেই বিরাট কোহলি ঘোষণা করে দিয়েছেন বিশ্বকাপের পরই তিনি টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছাড়বেন। অন্যদিকে ভারতের বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদও শেষ হতে চলেছে টি-২০ বিশ্বকাপের পরই। এই পরিস্থিতিতে ক্রিকেটমহলে কান পাতলে শোনা যাচ্ছে শাস্ত্রীর পর ভারতের হেড কোচের পদের দৌঁড়ে এগিয়ে রয়েছেন অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্ণণ। এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: IPL 2021: ‘মরুশহরে মহাযজ্ঞ’ জেনে নিন কবে, কখন এবং কীভাবে দেখবেন আইপিএলের ম্যাচ